একুশে মিডিয়া, ক্রীড়া রিপোর্ট:
এইবারের বিশ্বকাপে অনেকটা হুট করেই দল ঘোষনা করে আর্জেন্টিনা। আর্জেন্টিনা দলে রাখা হয়নি ইটালিয়ান লীগ কাপানো মাউরো ইকার্দিকে। সেই ইকার্দিকে নিয়েই তৈরী হচ্ছে ব্যাপক আলোচনা সমালোচনার। সেই আর্জেন্টাইন তারকাকে সাম্পাওলি মূল্য না দিলেও রিয়াল মাদ্রিদ ঠিকই মূল্য দিচ্ছে!
তবে সেই ইকার্দিকেই এবার দলে ভেড়াতে চাচ্ছে রিয়াল মাদ্রিদ। এমনটাই জানিয়েছে স্প্যানিশ পত্রিকা দ্যি মার্কা। পত্রিকাটির প্রতিবেদন থেকে বলা হয় রোনালদো চলে যাওয়ার পরে ইকার্দির মতোই একজন তারকাকে খুঁজছেন পেরেজ।
আর পেরেজএর পছন্দের তালিকায় সবার আগে আছে ইকার্দির নাম। উল্লেখ্য ২৫ বছর বয়সী মাউরো ইকার্দির বর্তমান রিলিজ ক্লজ ১১০ মিলিয়ন ইউরো। তাকে দলে ভেড়াতে হলে এই সমমান মূল্য দিয়েই নিতে হবে রিয়ালকে। একুশে মিডিয়া।’
No comments:
Post a Comment