একুশে মিডিয়া, প্রবাসী রিপোর্ট:
সৌদি আরবের কাসিম প্রদেশের একটি নিরাপত্তা চৌকিতে সন্ত্রাসী হামলায় এক বাংলাদেশিসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনার পর পুলিশের পাল্টা গুলিতে দুই সন্ত্রাসী নিহত হয়েছে।
সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, রোববার সন্ধ্যায় ৩ সন্ত্রাসী বুরায়দা-তারফিয়া সড়কের একটি নিরাপত্তা চৌকিতে হামলা চালায়।
এ সময় নিরাপত্তা বাহিনীর এক সদস্য এবং এক বাংলাদেশি নাগরিক নিহত হন। তবে এখনও নিহত বাংলাদেশির পরিচয় জানা যায়নি। ঘটনা তদন্তে কাজ শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। একুশে মিডিয়া।



No comments:
Post a Comment