![]() |
রাঙামাটি জেলার কাউখালী উপজেলার ইউপিডিএফ সংগঠক শীর্ষ সন্ত্রাসী রণজিত তঞ্চঙ্গ্যা প্রকাশ রাখাল (৩৮) নামের একজনকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। শুক্রবার (১৩ জুলাই) সন্ধ্যায় সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের কুতুকছড়ি এলাকার বোধিপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়েছে বলে নিরাপত্তা বাহিনী ও স্থানীয় সূত্রগুলো জানিয়েছে। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় এলজি, ৩ রাউন্ড গুলি ও নগদ ২১ হাজার টাকা উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, রণজিত তঞ্চঙ্গ্যা প্রকাশ রাখাল ২০০৭ সাল থেকে ২০১৮ সালের মে পর্যন্ত ইউপিডিএফ কাউখালী ইউনিটের দায়িত্বে ছিল। ১০ কোটি টাকা পরিমাণ সম্পত্তির মালিক এই ইউপিডিএফ শীর্ষ সন্ত্রাসী। তার বাড়ি রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলা ঘিলারমুখ। পিতা মৃত- বৌদ্ধধর্মী ভান্তে। রাখাল তঞ্চঙ্গ্যার পরিবারে স্ত্রীসহ ২ সন্তান রয়েছে। বড় ছেলে প্রবিন তঞ্চঙ্গ্যা, মেয়ে পূর্ণা তঞ্চঙ্গ্যা।
নিরাপত্তা বাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাঙ্গামাটি সদর জোন ২০ বীরের মেজর আশরাফের নেতৃত্বে নিরাপত্তা বাহিনীর একটি দল অভিযান চালিয়ে অস্ত্র-গুলি, চাঁদার রশিদ ও নগদ টাকাসহ রনজিত তঞ্চঙ্গা ওরফে রাখালকে আটক করা হয়।
এবিষয়ে রাঙ্গামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সত্যজিৎ বড়ুয়া জানান, নিরাপত্তা বাহিনী অস্ত্র-গুলি ও নগদ টাকাসহ একজনকে আটক করেছে বলে জানতে পেরেছি। তবে আটক ব্যক্তিকে পুলিশের কাছে এখনও হস্তান্তর হয়নি। একুশে মিডিয়া।
No comments:
Post a Comment