একুশে মিডিয়া ডেক্স:
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার এক কলেজ ছাত্রীকে বিয়ের প্রলোভন দিয়ে ঢাকায় নিয়ে গিয়ে আটকে রেখে রাত ভর ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে। মূমুর্ষ অবস্থায় ওই ছাত্রীকে উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন ভুক্তভোগী ও সারিয়াকান্দি উপজেলার দেউলি গ্রামের জনৈক লুৎফরের কন্যা এবং স্থানীয় সরকারী আব্দুল মান্নান মহিলা কলেজের ঐ ছাত্রী জানায় একই উপজেলার দেবডাঙ্গা এলাকার বিশাল আহম্মদের সাথে তার প্রেমের সমপর্কে চলছিল। পড়া শোনার কারণে বর্তমানে ঢাকায় অবস্থায় করা বিশাল বিয়ের কথা বলে গত ২৭ জুন তারিখে ঐ ছাত্রীকে বগুড়া শহরে আসতে বলে।
তার কথামতো ২৭ তারিখ দুপুরে মেয়েটি শহরে আসে এবং বিশালের সাথে বাসে করে ঢাকায় যায়। রাতে ঢাকায় পৌছার পর তাদের সাথে বিশালে আরো ৩বন্ধু যোগ দেয়। পরে তাকে একটি বাসায় নিয়ে যাওয়া হয় । সেখানে আটক রেখে নীলুর উপর লালশা চরিতার্থ করে ওই ৪জন।
২দিন পর ৩০ তারিখ রাতে মেয়েটির আত্মীয়রা তাকে কমলাপুর রেলওয়ে ষ্টেশন থেকে উদ্ধার করে বগুড়া নিয়ে আসে। পরে তাকে স্থানীয় একটি হাসাপাতালে ভর্তি করিয়ে দেয়া হয়।
এ ব্যপারে সোমবার (২ জুলাই) বিকালে সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ ইন্সপেক্টর(তদন্ত) এনায়েত আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনা তিনি শুনেছেন । এ ব্যপারে অভিযোগ করা হলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
একুশে মিডিয়া |
No comments:
Post a Comment