মাদরাসায় পাসের হার বাড়লেও কমেছে জিপিএ-৫-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday, 19 July 2018

মাদরাসায় পাসের হার বাড়লেও কমেছে জিপিএ-৫-একুশে মিডিয়া

একুশে মিডিয়া, শিক্ষা রিপোর্ট:
মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় পাসের হার বেড়েছে। তবে কমেছে জিপিএ-৫ পাওয়ার সংখ্যা। 
এবার গড় পাসের হার ৭৮ দশমিক ৬৭ শতাংশ। গেল বছর ছিল ৭৭ দশমিক ০২ শতাংশ। ফলে পাশের হার বেড়েছে ১ দশমিক ৬৫ শতাংশ। 
এবার মাদ্রাসা বোর্ডে পরীক্ষা দিয়েছিল ৯ লাখ ৭৭ হাজার ৯৩ জন, এর মধ্যে পাস করেছেন ৭৬ হাজার ৯৩২ জন। জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ২৪৪ জন। যা গতবছর ছিল ১ হাজার ৮১৫ জন। ফলে জিপিএ-৫ কমেছে ৫৭১ জন। 
আজ বৃহস্পতিবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের অনুলিপি তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সেখানে তিনি ফলাফলের সংক্ষিপ্ত কিছু তথ্য তুলে ধরেন।
মাদরাসা, কারিগরিসহ ১০টি শিক্ষা বোর্ডে এবার সারাদেশে পাসের গড় হার ৬৬ দশমিক ৬৪ শতাংশ। এবারের মোট জিপিএ-৫ পেয়েছেন ২৯ হাজার ২৬২ জন।
আটটি সাধারণ শিক্ষা বোর্ডর অধীনে শুধু এইচএসসি পরীক্ষা দিয়েছে ১০ লাখ ৭২ হাজার ২৮ জন। পাসের গড় হার ৬৪ দশমিক ৫৫ শতাংশ। গতবার এ হার ছিল ৬৬ দশমিক ৮৪ শতাংশ। এখানেও পাসের হার কমেছে। এবারের জিপিএ-৫ পেয়েছেন ২৫ হাজার ৫৬২ জন। গতবার পেয়েছিল ৪৮ হাজার ২৪২ জন।
অন্যদিকে, কারিগরি শিক্ষা বোর্ডে পরীক্ষা দিয়েছেন ১১ লাখ ৮ হাজার শিক্ষার্থী। এর মধ্যে ৮৯ হাজার ৮৯ জন। ফলে পাসের হার দাঁড়িয়েছে ৭৫ দশমিক ৫০ শতাংশ।
চলতি বছর ২ এপ্রিল থেকে ১৩ মে এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা চলে। এরপর ১৪ থেকে ২৩ মে নেয়া হয় ব্যবহারিক পরীক্ষা।
সারাদেশে দুই হাজার ৫৪১টি কেন্দ্রে এবার ১৩ লাখ ১১ হাজার ৪৫৭ জন শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নেয়। একুশে মিডিয়া।’

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages