ছবি: সংগৃহীত
একুশে মিডিয়া, বরিশাল রিপোর্ট:
বরিশাল সিটি করপোরেশন(বিসিসি) নির্বাচনে কমিউনিস্ট পার্টির মেয়র প্রার্থী একে আজাদ বলেছেন, ‘বরিশালে কারচুপি হয়নি হয়েছে ভোট ডাকাতি’। ভোট বর্জন করে পুনরায় নির্বাচনের দাবি জানিয়ে সোমবার (৩০ জুলাই) দুপুর পৌনে ১টার দিকে বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে তিনি একথা বলেন।
এ সময় তিনি ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের বিরুদ্ধে কেন্দ্র দখল করে নৌকা প্রতীকে সিল মারার অভিযোগ করেন। সংবাদ সম্মেলন শেষে ভোট ডাকাতির অভিযোগ এনে নগরীতে বিক্ষোভ মিছিল করে কমিউনিস্ট পার্টির নেতাকর্মীরা।
বরিশাল সিটিতে ৩০ ওয়ার্ডে ১২৩ ভোটকেন্দ্রে কক্ষের সংখ্যা ৭৫০টি। এসব ভোটকেন্দ্রে ১২৩ জন প্রিসাইডিং অফিসার, ৭৫০ কক্ষে সম-সংখ্যক সহকারি প্রিসাইডিং অফিসার এবং কক্ষে দুইজন করে ১৫০০ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন।
এ সিটিতে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৪২ হাজার ১৬৬ জন; যার মধ্যে পুরুষ ১ লাখ ২১ হাজার ৪৩৬ জন ও নারী ১ লাখ ২০ হাজার ৭৩০ জন। তবে, এ সিটিতে পুরুষ ভোটার বেশি। এ সিটিতে মেয়র পদে লড়ছেন ৬ জন মেয়র প্রার্থী। একুশে মিডিয়া।”
No comments:
Post a Comment