একুশে মিডিয়া, রাজধানী রিপোর্ট:
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় জেলখানায় মৃত্যুর মুখে ঠেলে দেয়া হচ্ছে। তাকে দীর্ঘকাল জেলে আটকে রেখে তিলে তিলে মেরে ফেলতে চাচ্ছে সরকার। অভিযোগ করলেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন।
(রোববার) সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি আয়োজিতসংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ।
অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, যে মামলায় তাকে আটক রেখেছে সে মামলায় খালেদা জিয়া জামিন পেয়েছেন। কিন্তু একের পর এক রাজনৈতিক মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাবাস দীর্ঘায়িত করা হচ্ছে।
তিনি বলেন, খালেদা জিয়া মাইল্ড স্ট্রোক করেছিলেন। আমরা দাবি জানিয়েছিলাম তাকে ইউনাইটেট হাসপাতালে চিকিৎসা দেয়ার জন্য। কিন্তু সরকার চিকিৎসা না দিয়ে তাকে জেলে আটকে রেখেছে।
তিনি অভিযোগ করেন, একদিকে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে না, অন্যদিকে তার সঙ্গে কাউকে দেখা করতেও দেয়া হচ্ছে না।
আইনজীবী সমিতির সভাপতি বলেন, শনিবার তার বড়বোন দেখা করতে গেলেও অসুস্থ্যতার কারণে খালেদা জিয়া তার সঙ্গে দেখা করতে পারেননি। এতেই মনে হচ্ছে সরকার খালেদা জিয়াকে মৃত্যুর মুখে ঠেলে দিতে চায়।
সংবাদ সম্মেলনে আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি গোলাম রহমান, সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সহ-সম্পাদক নাসরিন আকতার, কাজী জয়নুল আবেদীনসহ বারের সদস্যরা উপস্থিত ছিলেন। একুশে মিডিয়া।
No comments:
Post a Comment