একুশে মিডিয়া, বিনোদন রিপোর্ট:
শুটিংয়ের জন্য ভারত এসেছেন ট্যামি। ‘দ্য লেজেন্ড অব পিকক’ ছবির একটি দৃশ্যতে গঙ্গায় সাঁতার কাটার কথা ছিলো তার। আর এ সময় সাঁতরাতে গিয়ে ডুবে যান অভিনেত্রী। পরে পরিচালকের তৎপরতায় অল্পের জন্য বাঁচেন প্রাণে।
ছবির ওই দৃশ্যটির জন্য বারাণসীর অরসি ঘাট বেছেছিলেন অতুল। পরে শুটিংয়ের জন্য গঙ্গায় নামেন ট্যামি। ঘটনাটা লক্ষ্য করছিলেন পরিচালক অতুলই। এ সময় ডুবে গেলে পরিচালক অতুল ও তার টিমের লোকজন ট্যামিকে তুলে নেয়।
তবে, এ ঘটনায় বেশ ভীত হয়ে পড়েন অভিনেত্রী।
‘দ্য লেজেন্ড অব পিকক’-এর মাধ্যমেই হলিউড সফর শুরু অতুলের। এরই মধ্যে প্রায় ৪৫ শতাংশ দৃশ্যের শুটিং হয়ে গিয়েছে ছবিটার। ছবির বাকি অংশের শুটিং হবে আমেরিকা ও তুরস্কে। আগামী ডিসেম্বরে ছবিটি মুক্তি পাওয়ার কথা। ট্যামি ছাড়াও ছবিতে অভিনয় করছেন টিম ব্রুস, হুমায়ুন সামস খান। একুশে মিডিয়া।’
No comments:
Post a Comment