একুশে মিডিয়া, খুননা রিপোর্ট:
খুলনা মহানগরীর টুটপাড়া কবরস্থানে মা-বাবার কবরের পাশে খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মোস্তফা রশিদী সুজার দাফন সম্পন্ন হয়েছে।
রোববার বাদ আসর মহানগরীর শহিদ হাদিস পার্কে মরহুমের চতুর্থ জানাজা শেষে তাকে দাফন করা হয়।
এতে প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী নারায়ণচন্দ্র চন্দ, আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাতির জনক শেখ মুজিবুর রহমানের শেখ হেলাল উদ্দীন ও শেখ সালাউদ্দীন জুয়েল, সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলাম, খুলনা-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নূরুল হক অংশগ্রহণ করেন।
এর আগে দুপুর সাড়ে তিনটায় মরহুমের মরদেহ তার বাসভবন থেকে খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আনা হয়। এখানে মহানগর ও জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে শেষ শ্রদ্ধা জানানো হয়।
এদিন বেলা সোয়া ১২টার দিকে সুজার মরদেহ ঢাকা থেকে হেলিকপটারে খুলনার টুটপাড়ার বাসভবনে আনা হয়।
উল্লেখ্য, জাতীয় সংসদের সাবেক হুইপ সুজা বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। একুশে মিডিয়া।’
No comments:
Post a Comment