একুশে মিডিয়া, চট্টগ্রাম রিপোর্ট:
একদিকে গর্ভধারিণী মায়ের মৃত্যু, অন্যদিকে নিজগর্ভের সন্তানের মৃত্যু- একসঙ্গে দু’জন আপনজনের মৃত্যু শোক ওই মা কিভাবে সহ্য করবেন তা একমাত্র মহান আল্লাহ তাআলাই ভাল জানেন।
চট্টগ্রামের সীতাকু উপজেলার কুমিরা এলাকায় ট্রেনে কাটা পড়ে এস এম আমিনুল ইসলাম সিরাত (২২) নামে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছে।
চট্টগ্রামের সীতাকু উপজেলার কুমিরা এলাকায় ট্রেনে কাটা পড়ে এস এম আমিনুল ইসলাম সিরাত (২২) নামে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছে।
জানা গেছে, নিহত সিরাত বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র। আজ সোমবার (৩০ জুলাই) সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের সাইন্স ফ্যাকাল্টির পশ্চিম পাশে রেল ব্রিজে ট্রেনে কাটা পড়ে মারা যান তিনি।
এক প্রত্যক্ষদর্শী জানান, নিহত সিরাতের নানু ইন্তেকাল করেছিল। সিরাত বন্ধু তায়েফের কাছ থেকে ৫০০ টাকা নিয়ে হল থেকে বের হয়ে রেললাইন দিয়ে মেইন গেইটের দিকে যাচ্ছিল। যাওয়ার পথে ফোনে কথা বলছিল, তখন খুব টেনশনে ছিল সে। এসময় চাঁদপুর ছেড়ে আসা চট্টগ্রাম মুখী আন্তঃনগর মেঘনা ট্রেনেই কাটা পড়েন সিরাত।
নিহত সিরাত খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার কাজি বাড়ীর যুগাচুরা গ্রামের আবদুল গফুর ফারুকের পুত্র বলে জানা যায়। আইআইইউসি’র উসমান (রা.) হলের আবাসিক হলে ছাত্র ছিলেন সিরাত।
আইআইইউসি’র গণমাধ্যম ও যোগাযোগ কর্মকর্তা মোস্তাক খন্দকার ঘটনার সত্যতা স্বিকার করেন। একুশে মিডিয়া।’
No comments:
Post a Comment