![]() |
আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসলে গণপরিবহনে শৃঙ্খলা পুরোপুরি ফিরে আসবে। বললেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে পুরান ঢাকার বিভিন্ন এলাকায় যানবাহনে অভিযান শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সাংবিধানিক পদে থেকে প্রধান নির্বাচন কমিশনারকে আরও সংযত হয়ে কথা বলা উচিত।
এর আগে ওবায়দুল কাদের কয়েকটি বাস ও গণমাধ্যমের কয়েকটি গাড়ির কাগজপত্র চেক করেন। পরে গাড়ির কাগজপত্র ঠিক ঠাক থাকায় ছেড়ে দেন। এসময় তার সাথে থাকা ট্রাফিক পুলিশদের নির্দেশ দেন যাতে কাগজপত্র ছাড়া কোনও গাড়ি চলাচল না করে। একুশে মিডিয়া।’
No comments:
Post a Comment