![]() |
একুশে মিডিয়া, সিরাজগঞ্জ রিপোর্ট:
সিরাজগঞ্জ শহরের মুজিব সড়কে ছয়তলা বাড়ির ছাদে মোবাইলে কথা বলতে বলতে পা পিছলে পড়ে দোলা কর্মকার (১৪) নামের এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে।” রবিবার (১২ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে সিরাজগঞ্জ শহরের মুজিব সড়ক নিবাসী রিপন কর্মকার ভুটানের ছয়তলা বাড়ির ছাদে এ ঘটনা ঘটে।।
নিহত দোলা কর্মকার মুজিব সড়কের দুদুল জুয়েলার্সের মালিক রিপন কর্মকার ভুটানের মেয়ে ও স্থানীয় সবুজ কানন স্কুল এ্যান্ড কলেজের ১০ শ্রেণির ছাত্রী।”
সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আনিছুর রহমান স্থানীয়দের বরাত দিয়ে জানান, স্কুল ছাত্রী দোলা রাতে বাড়ির ছাদে উঠে মোবাইল কথা বলছিলেন।
কথা বলতে বলতে হঠাৎ করে পা পিছলে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।” তিনি আরও জানান, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় রাতেই লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।।একুশে মিডিয়া।




No comments:
Post a Comment