![]() |
একুশে মিডিয়া, বরিশাল রিপোর্ট:
প্রেমিকাসহ এক সহকারী পুলিশ পরিদর্শককে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। শনিবার (১১ আগস্ট) দুপুরে উপজেলার লেবুখালী ফেরীঘাট এলাকা অতিক্রমকালে স্থানীয় জনতা প্রেমিকাসহ (১৮) শান্ত নু দেবনাথ (২৪) নামের ওই পুলিশের এসআইকে আটক করে। পরে তাদের টহল পুলিশের হাতে সোপর্দ করা হলে থানায় নেয়া হয়।”
এ বিষয়ে দুমকি থানার এএসআই মো: জুয়েল হোসেন জানান, লেবুখালী ফেরীঘাট এলাকা অতিক্রমকালে লিমা আক্তারের বড় ভাই স্থানীয় জনতার সহায়তায় শান্তনু দেবনাথকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।”
আটকের সত্যতা স্বীকার করে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনিরুজ্জামান বলেন, কোনো অভিযোগ না পাওয়ায় তাদের পরিবারের জিম্মায় দু’জনকে ছেড়ে দেয়া হয়েছে।”
প্রেমিকার গ্রামের বাড়ি বরগুনার আমতলীতে। শান্ত নু দেবনাথের বাড়ি গলাচিপা উপজেলার উলানিয়া এলাকায়। তার পিতার নাম হরেন্দ্র দেবনাথ। তিনি বর্তমানে ভোলা জেলার সদর থানায় কর্মরত রয়েছেন।। একুশে মিডিয়া।”
No comments:
Post a Comment