কুমিল্লায় ও নড়াইলে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৩ জনের-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday, 20 September 2018

কুমিল্লায় ও নড়াইলে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৩ জনের-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, রিপোর্ট:

কুমিল্লায় ও নড়াইলে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার সকালে কুমিল্লার বুড়িচং উপজেলার কোরপাই ও কালাকচুয়া থেকে পুলিশ দুটি মরদেহ উদ্ধার করে ময়নামতি হাইওয়ে থানায় নিয়ে আসে।।”।

ময়নামতি হাইওয়ে থানার ওসি মাহবুবুর রহমান জানান, আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রামগামী মিনি কাভার্ডভ্যান কোরপাই এলাকায় পৌঁছলে এক গাড়িকে ধাক্কা দেয়।।”।

এতে কাভার্ড ভ্যানটির সামনের অংশ দুমরে-মুচড়ে যায়। এ ঘটনায় কাভার্ড ভ্যানের চালক ঘটনাস্থলেই নিহত হন। ।”।

এছাড়া আজ সকাল ৭টার দিকে মহাসড়কের বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকায় রাস্তার পাশ থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা রাতের কোনও এক সময়ে গাড়ি থেকে পড়ে নিহত হন ওই ব্যক্তি।
অন্যদিকে নড়াইলে বাসচাপায় মো. আকাশ (২৩) নামে একজন নিহত হয়েছেন।।”।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে নড়াইল-লক্ষিপাশা সড়কের মালিবাগ নামকস্থানে এ ঘটনা ঘটে। ।”।

নিহতের বাড়ি কালিয়া উপজেলার রঘুনাথপুর গ্রামে। তিনি ওই গ্রামের মো. ইউনুস মিয়ার ছেলে। পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে।।”।

জানা গেছে, নড়াইল সদর হাসপাতাল মার্কেটের মোবাইল প্লাজা নামক ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করতেন আকাশ। সকালে একটি মোটরসাইকেলে করে মোবাইল দেয়ার জন্য কালিয়া যাওয়ার পথে নড়াইল-লক্ষিপাশা সড়কের মালিবাগ নামকস্থানে একটি বাস তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন। ।”।

স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।।”।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বাস চাপায় আশিক নামে এক নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক বাসটিকে জব্দ করা গলেও চালকসহ অন্যরা পালিয়ে গেছে। একুশে মিডিয়া।”।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages