![]() |
একুশে মিডিয়া, এম এ হাসান, কুমিল্লা:
কুমিল্লার বুড়িচং উপজেলায় ড্রেজারের করা গর্তে পড়ে নিহত হল রিক্সা চালকের কন্যা ২য় শ্রেনীর ছাত্রী রাইশা আক্তার(৭),পুলিশ গর্তকরা ৪ ব্যাক্তিকে আটক করেছে।ঘটনাটি ঘটেছে কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের উত্তর-পূর্ব খোদাইধূলী এলাকায় দীর্ঘদিন ধরে ড্রেজার মেশিন দিয়ে জমি থেকে মাটি কাঁটা হচ্ছিল।।”।
এতে করে জমির মধ্যে বড়-বড় গর্ত সৃষ্ঠি হয়।স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায় ১লা সেপ্টেম্বর শনিবার বিকেল ৫ টায় ওই এলাকার রিক্সাচালক রবিউল এর মেয়ে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্রী রাইশা আক্তার (৭) তাঁর দাদীকে নিয়ে জমি থেকে হাঁস আনতে যায়। এসময় ড্রেজারের গর্তে উভয়ে পরে যায়।।”।
রাইশার দাদী গর্ত থেকে উঠতে পারলেও রাইশা ঐ গর্তে তলিয়ে যায়। এসময় রাইশার দাদী ড্রেজার দিয়ে মাটি কাঁটার কর্মীদের রাইশা তলিয়ে যাওয়ার বিষয়টি যানায়। এতে ড্রেজার কর্মীরা কর্নপাত না করে তাঁদের কাজ চালিয়ে যেতে থাকে। পরে রাইশার দাদী স্থানীয়দের বিয়টি জানালে এলাকাবাসী গর্ত থেকে রাইশাকে উদ্ধারের চেষ্ঠা চালিয়ে ব্যার্থ হয়।।”।
পরে ঘটনাটি বুড়িচং থানা পুলিশকে জানালে পুলিশ ফায়ার সার্ভিসের ডুবরি দলকে খবর দেয়। খবর পেয়ে চাঁদপুর নদী ফায়ার সার্ভিস ডুবরি দল ঘটনাস্থলে পৌছে ৫ ঘন্টা চেষ্টার পর রাত ১০ টায় ওই গর্ত থেকে রাইশাকে মৃত অবস্থায় উদ্ধার করে। এই বিষয়ে আমাদের প্রতিনিধির সাথে আলাপকালে বুড়িচং থানার ওসি মনোজ কুমার দে, ঘটনার সত্যতা স্বীকার করে জানান, রাত ১০ টায় ডুবরি দল গর্ত থেকে শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করেছে। এবং ড্রেজারের কর্মী ৪জন কে অাটক করে থানায় নিয়ে আসা হয়েছে।।”।
এদিকে হত দরিদ্র রিক্সা চালকের কন্যার অনাকাঙ্ক্ষিত মর্মাহত মৃত্যু তে পুরো এলাকা জুড়ে গভীরভাবে শোকের মাতম দেখা গেছে। একুশে মিডিয়া।”।
No comments:
Post a Comment