রাশিফল: মঙ্গলবার দিনটি যেমন কাটবে আপনার?-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 24 September 2018

রাশিফল: মঙ্গলবার দিনটি যেমন কাটবে আপনার?-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, লাইফ রিপোর্ট:
izo95t_arafat
জ্যোতিষ শাস্ত্রী ফকির ইয়াসির আরাফাত মেহেদী
সাংগঠনিক সম্পাদক (বাংলাদেশ এস্ট্রলজার্স সোসাইটি)



মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) আপনার জন্ম দিন হলে পাশ্চাত্য মতে আপনার রাশি তুলা। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: শুক্র ও নেপচুন। ২৫ তারিখে জম্ম হবার কারণে আপনার ওপর নেপচুনের প্রভাব প্রবল। আপনার শুভ সংখ্যা: ৭, ১৬, ২৫। আপনার শুভ বর্ণ: বেগুণী ও সাদা। শুভ গ্রহ ও বার: শুক্র ও নেপচুন। শুভ রত্ন: হীরা, নেপচুন।(((একুশে মিডিয়া)))
চন্দ্রের অবস্থান: আজ চন্দ্র মীন রাশিতে অবস্থান করবে। পূর্ণিমা তিথি, সকাল: ৮:১৩ থেকে কৃষ্ণা প্রতিপদ তিথি চলবে।(((একুশে মিডিয়া)))
মেষ রাশি (২১ মার্চ - ২০ এপ্রিল): মেষ রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। বৈদেশিক কাজে ব্যয় বৃদ্ধি পাবে। ট্রাভেল এজেন্সী ও ট্রান্সপোর্ট ব্যবসায় ভালো আয় রোজগার হবে। প্রবাসীদের আকামা সংক্রান্ত জটিলতার অবশান হতে পারে। ব্যবসায়ীক কাজে দূর দেশে যাত্রার যোগ বলবান। আইনগত জটিলতার অবশান আশা করা যায়।(((একুশে মিডিয়া)))
বৃষ রাশি (২১ এপ্রিল - ২০ মে): বৃষ রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যবসা বাণিজ্যে আয় উন্নতি বৃদ্ধির যোগ। বন্ধুর সাহায্য পেতে পারেন। ঠিকাদারী কাজে নতুন অর্ডার লাভের সম্ভাবনা প্রবল। বাড়ীতে বড় ভাই বোনের কাছ থেকে আর্থিক সাহায্য লাভের সম্ভাবনা প্রবল। নতুন কোনো ব্যবসায় বিনিয়োগ করতে পারেন।(((একুশে মিডিয়া)))

মিথুন রাশি (২১ মে - ২০ জুন): আজ মিথুন রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে। চাকরীজীবীদের সম্মান ও মর্যাদা বৃদ্ধির সুযোগ আসতে পারে। বেকারদের চাকরী সংক্রান্ত তদবিরে অগ্রগতি আশা করা যায়। পদস্ত কর্মকর্তার সাহায্য পেয়ে যাবেন। রাজনৈতিক যোগাযোগ থেকে লাভবান হবার সম্ভাবনা রয়েছে। কোনো প্রতিযোগীতামূলক পরীক্ষায় সাফল্য আশা করতে পারেন।(((একুশে মিডিয়া)))
কর্কট রাশি (২১ জুন- ২০ জুলাই): কর্কট রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র যাবে। ব্যবসায়ীক ও জীবীকার জন্য বিদেশ যাত্রার যোগ প্রবল। আমদানী রপ্তাণী বাণিজ্যে ভালো আয় রোজগার আশা করা যায়। বিশ্ববিদ্যালয়ের কোনো পরীক্ষায় সফল হতে পারেন। ধর্মীয় ও আধ্যাত্মিক ক্ষেত্রে অগ্রগতি হবে। পিতার সাহায্য পেতে পারেন।(((একুশে মিডিয়া)))
সিংহ রাশি (২১জুলাই- ২১ আগষ্ট): আজ সিংহ রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। কোনো আইনি জটিলতার সম্মূখীন হতে পারেন। বৈদেশিক বাণিজ্যে শুল্ক বা ভ্যাট সংক্রান্ত জটিলতা দেখা দেবে। পাওনাদারের সাথে বাক বিতন্ডায় জড়িয়ে পড়তে পারেন। কোনো অনভিপ্রেত দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। সতর্ক হতে হবে।(((একুশে মিডিয়া)))
কন্যা রাশি (২২ আগষ্ট - ২২ সেপ্টেম্বর): কন্যা রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে। ব্যবসায়ীক সমস্যার সমাধান খুঁজে পাবেন। প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। মানসিক অস্থিরতা কমে আসতে পারে। দাম্পত্য ক্ষেত্রে কিছু অগ্রগতি আশা করতে পারেন। অংশিদারী ব্যবসায়ীরা আজ সফল হবেন। কোনো আত্মীয়ের বাসায় বেড়াতে যেতে পারেন।(((একুশে মিডিয়া)))
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর - ২১ অক্টোবর): তুলা রাশির জাতক জাতিকার দিনটি শুভাশুভ মিশ্র। সহকর্মীদের কারণে কোনো ঝামেলায় পড়তে পারেন। কোনো মূল্যবান দ্রব্য হারিয়ে ফেলার আশঙ্কা প্রবল। শরীর স্বাস্থ্য ভালো যাবে না। কারো উপর রেগে যাওয়ার আশঙ্কা রয়েছে। অধিনস্ত কর্মচারী বা কাজের লোকের দ্বারা কিছু উপকার পেতে পারেন।(((একুশে মিডিয়া)))
বৃশ্চিক রাশি (২২ অক্টোবর - ২০ নভেম্বর: বৃশ্চিক রাশির জাতক জাতিকার দিনটি তুলনামূলক ভালো যাবে। প্রেম ও রোমান্স শুভ। সন্তানের বিদ্যাক্ষেত্রে কোনো সাফল্য আসবে। সঙ্গীত ও অভিনয় শিল্পীদের কাজের চাপ বাড়তে পারে। শৈল্পিক কাজে অগ্রগতি হবে। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যক্তাদের আয় রোজগার বৃদ্ধি পেতে পারে। খেলাধুলায় সাফল্য লাভের যোগ।(((একুশে মিডিয়া)))
ধনু রাশি (২১ নভেম্বর - ২০ ডিসেম্বর): ধনু রাশির জাতক জাতিকার প্রত্যাশিত কাজে অগ্রগতি হবে। গৃহ, আবাসন ভূমি বা বাহন সংক্রান্ত বিষয়ে ভালো ফল পাবেন। পারিবারিক কোনো ঝামেলার অবশান হতে পারে। স্ত্রীর কর্মস্থলে সাফল্য লাভের সম্ভাবনা। দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি পাবে। গৃহের জন্য আসবাব পত্র বা বাসনকোশন ক্রয়ের সম্ভাবনা রয়েছে।(((একুশে মিডিয়া)))
মকর রাশি (২১ ডিসেম্বর - ২০ জানুয়ারী): মকর রাশির জাতক জাতিকাদের দিনটি মিশ্র সম্ভাবনাময়। গার্মেন্টস ও বস্ত্র ব্যবসায়ীরা ভালো আয় রোজগার আশা করতে পারেন। ছোট ভাই বোনের জন্য অর্থ ব্যয় করতে হবে। বিকাশ ও মানিএক্সেঞ্জ ব্যবসায় আশানুরুপ আয়ের সম্ভাবনা রয়েছে। ছোট বোনের বিবাহ সংক্রান্ত কথাবার্তায় অগ্রগতি হতে পারে। সাংবাদিক ও প্রকাশকদের দিনটি বলবান থাকবে।(((একুশে মিডিয়া)))
কুম্ভ রাশি (২১ জানুয়ারী -১৮ ফেব্রুয়ারী): কুম্ভের জাতক জাতিকার বকেয়া ধন আদায় ও ধন সঞ্চয়ের যোগ প্রবল। ব্যাংক লেনদেনে সফল হবেন। কোনো সামাজিক অনুষ্ঠানে আপ্যায়িত হবার সুযোগ রয়েছে। বাড়ীতে কোনো শ্যালক শ্যালিকার আগমন হতে পারে। স্ত্রীর সাথে কোনো বিষয়ে মনমালিন্য হওয়ার আশঙ্কা রয়েছে। সঞ্চয়ের ক্ষেত্রে বাধা বিপত্তির সম্মূখীন হতে হবে।(((একুশে মিডিয়া)))
মীন রাশি (১৯ ফেব্রুয়ারী - ২০ মার্চ): মীনের জাতক জাতিকার দিনটি বলবান থাকবে। আপনার ক্ষমতা ও প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি আশা করা যায়। শুভ চন্দ্রর প্রভাবে প্রেম ও রোমান্সে সফলতা পেতে পারেন। জীবন সাথীর সাথে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পণা করতে পারেন। রাজনৈতিক ও সামাজিক কাজে ব্যস্ত হতে পারেন।(((একুশে মিডিয়া)))

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages