একুশে মিডিয়া, চট্টগ্রাম প্রতিনিধি:
২১ কোটি টাকা ব্যয়ে পতেঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ে ভবন কাম সাইক্লোন শেল্টার হচ্ছে।
২০১৮-১৯ অর্থ বছরে জাইকার অর্থ সহায়তায় প্রায় ২০ কোটি ৮৫ লাখ ৫৬ হাজার টাকা ব্যয়ে পতেঙ্গা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ে নতুন ভবন কাম সাইক্লোন শেল্টার নির্মাণ শুরু হচ্ছে। প্রকল্পের আওতায় ছয় তলা বিশিষ্ট সংযুক্ত দুইটি ভবন নির্মাণের ব্যাপারে ইতোমধ্যে দাপ্তরিক কার্যক্রম সম্পন্ন হয়েছে। চলতি বছরের ২ সেপ্টেম্বর প্রকল্পের কাজ শুরুর সময় নির্ধারিত রয়েছে। আগামী বছর ২৫ নভেম্বর ভবন দুইটির নির্মাণ কাজ শেষ করার মেয়াদ ধার্য করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন কাজ উদ্বোধন করেছেন।
চসিক সূত্রে জানা গেছে, ভবনের প্রতিটি ফ্লোরের আয়তন হবে প্রায় ১৪ হাজার বর্গফুট। প্রতি ভবনে ১৮টি ক্লাস রুম, স্কুল ও কলেজ উভয় পর্যায়ের জন্য শীততাপ নিয়ন্ত্রিত স্বতন্ত্র ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজী ও কম্পিউটার ল্যাব, ২টি লাইব্রেরী , ২টি মাল্টি পারপাস হলরুম, ৩টি গার্লস কমন রুম/ মেডিকেল রুম, ১টি অ্যাম্পিথিয়েটার , ২টি মিটিং রুম, ১টি লেকচার রুম, ২টি টিচারস রুম, ২টি টিচারস কমন রুম, ২টি প্রিন্সিপাল রুম, ২টি ফাস্ট এইড মেডিকেল রুম, ২টি স্টোর রুম, ২টি এ্যাডমিশন ও একাউন্ট সেকশন,২টি ক্যান্টিন, ২টি অত্যাধুনিক লিফটের ব্যবস্থা রাখা হবে।প্রতিটি ফ্লোরে পুরুষ ও মহিলাদের জন্য আলাদা অত্যাধুনিক ওয়াশ রুমের ব্যবস্থা আছে।
এই ভবন দুইটিতে রেইন ওয়াটার হার্ভেস্টিংয়ের ব্যবস্থাও রাখা হচ্ছে।
ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশে সিটি মেয়র বলেন, ভবন দুটি নির্মিত হলে শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণি স্বল্পতা পূরণসহ নানামুখী সুবিধা সৃষ্টি হবে। বর্তমানে কলেজ পর্যায়ে ডিগ্রি পর্যন্ত অধ্যয়নের ব্যবস্থা রয়েছে। আগামীতে এখানে একাউন্টিং,ম্যানেজমেন্ট ও ইংরেজী বিষয়ে অনার্স কোর্স চালুর ব্যাপারে প্রক্রিয়া চলছে।
তিনি ওয়ার্ডের উন্নয়ন প্রসঙ্গে বলেন, আমার দায়িত্ব গ্রহণের তিন বছরের মধ্যে এই ৪০ নং উত্তর পতেঙ্গা ওয়ার্ডে প্রায় ৬৪ কোটি ৭৫ লাখ টাকার উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হয়েছে। এর মধ্যে কয়েকটি প্রকল্প কাজ চলমান রয়েছে। ২০১৬-১৭ অর্থ বছরে ১২ কোটি ৬৩ লাখ টাকা,২০১৭-১৮ অর্থ বছরে ২১ কোটি ৫১ লাখ টাকা এবং চলতি অর্থ বছরে ৩০ কোটি ৬০ লাখ টাকার উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হচ্ছে। যা বিগত ৩০ বছরের রেকর্ড ছাড়িয়ে গেছে।
ওয়ার্ড কাউন্সিলর জয়নাল আবেদীনের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যদের মধ্যে কাউন্সিলর ছালেহ আহমদ চৌধুরী,জিয়াউল হক সুমন,বিদ্যালয় প্রধান শিক্ষক মিলন আচার্য,কলেজ অধ্যক্ষ ইছমত আরা,চসিক প্রধান প্রকৌশলী লে.কর্ণেল মহিউদ্দিন আহমেদ,বিদ্যালয় পরিচালনা পর্যদ জাকির হোসেন,প্রতিষ্ঠাতা সদস্য ইঞ্জিনিয়ার মো. ইছহাক,হাজী ওমর ফারুক প্রমুখ বক্তব্য রাখেন। একুশে মিডিয়া।”।
No comments:
Post a Comment