বেনাপোল থেকে অস্ত্র ও গাঁজাসহ যুবক আটক-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday, 20 September 2018

বেনাপোল থেকে অস্ত্র ও গাঁজাসহ যুবক আটক-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, জাহিরুল  ইসলাম মিলন, যশোর ব্যুরো প্রধান:
যশোরের বেনাপোল ৪ নম্বর ঘিবা গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে ৩ টি বিদেশি পিস্তল, ৮ রাউন্ড রাউন্ড গুলি, ৬ টি ম্যাগাজিন ও ৬ কেজি গাঁজা সহ আব্দুল খালেক (৫৬) নামে একজন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। 
আটক আব্দুল খালেক উক্ত গ্রামের মৃত নইমুদদিন মন্ডলের ছেলে। 
শুক্রবার (২১ সেপ্টেম্বর ) সকালে খালেক এর নিজ বাড়ির ছাদের উপর থেকে অস্ত্র সহ তাকে আটক করা হয়। 
ঘিবা বিওপির কমান্ডার নায়েব সুবেদার আব্দুল মালেক জানান, গোপন সংবাদে জানতে পারি অস্ত্র ব্যবসায়ীরা বেনাপোলের ৪ নম্বর ঘিবা গ্রামের খালেক এর বাড়ির ছাদের উপর অস্ত্র বেচাকেনা করছে। এ ধরনের সংবাদের ভিত্তিতে বিজিবির নায়েব সুবেদার আব্দুল মালেক সংগীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ৩ টি বিদেশি, ৮ রাউন্ড গুলি, ৬ টি ম্যাগাজিন ও ৬ কেজি গাঁজা সহ খালেক কে আটক করা হয়। 
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে, কর্নেল আরিফুল হক অস্ত্র আটকের খবর নিশ্চিত করে জানান, আটক খালেকের নামে অস্ত্র আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্টথানায় সোপর্দ করা হয়েছে। একুশে মিডিয়া।”।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages