একুশে মিডিয়া, চট্টগ্রাম প্রতিনিধি:
দাঁড়িয়ে থাকা সিএনজি চালিত কয়েকটি অটোরিকশাকে একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই চারজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও একজন।
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় আজ মঙ্গলবার ভোরে মিরসরাইস্থ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ঠাকুরদিঘী সিএনজি অটোরিকশাস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- অটোরিকশা চালক কামরুল (৪৫), শাহ আলম (৪০), মোশারফ হোসেন (২৬), দিদারুল আলম (৩৫)।
মিরসরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রবিউল হোসেন একুশে মিডিয়াকে বলেন, আজ মঙ্গলবার ভোরে ঢাকামুখী একটি ট্রাক (ঢাকা মেট্রো ১৬-৫২৩৫) বেপরোয়াগতিতে এসে ঠাকুরদিঘী সিএনজি অটোরিকশাস্ট্যান্ডে ঢুকে পড়ে।
এসময় স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা অটোরিকশা চালকদের চারজন ঘটনাস্থলে মারা যান। দুর্ঘটনাকবলিত গাড়ি জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। একুশে মিডিয়া।”।
No comments:
Post a Comment