একুশে মিডিয়া, শিমুল দেব, চট্টগ্রাম প্রতিনিধি:
- চট্টগ্রাম উত্তরধীন জেলার সীতাকুণ্ড এলাকায় মিনিবাসের ধাক্কায় মোঃ হুমায়ুন কবির (৬৫) নামের এক জনের মৃত্যু হয়েছে।।”।
- নিহত ব্যক্তি একটি ট্রাকের চালক। আজ শনিবার সকাল পৌনে ১০ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বার আউলিয়াস্থ শাহ্ আমিন উল্লাহ্ পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটেছে।।”।
- কুমিরা ফায়ার সার্ভিসের অফিসার ইনচার্জ আব্দুল হালিম পাশা বিষয়টি একুশে মিডিয়াকে নিশ্চিত করেছেন।।”।
- গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরন করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।।”।
- নিহত ট্রাক ড্রাইভার হুমায়ুনের বাড়ি কুমিল্লার দাউদকান্দি এলাকায়। স্থানীয়রা জানায়, ট্রাক রাস্ততার একপাশে রেখে পাশে দাড়িঁয়েছিল ট্রাক ড্রাইভার হুমায়ুন।।”।
- এসময় বার আউলিয়ার শাহ্ আমিন উল্লাহ্ পেট্রোল পাম্পের সামনে চট্টগ্রামমুখী ৮নং একটি মিনিবাস ট্রাক ড্রাইভারকে ধাক্বা দিলে গুরুত্বর আহত হয়।।”।
- স্থানীয়রা কুমিরা ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরন করলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। একুশে মিডিয়া।”।
No comments:
Post a Comment