একুশে মিডিয়া, শফিউর রহমান সেলিম, ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের গৌরীপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় স্থানীয় পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন করেন ইউএনও ফারহানা করিম।।”।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক সরকারের সভাপতিত্বে ও শিক্ষার্থী সুমাইয়া তাবাসুম অন্তির সঞ্চালনায় এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন (দুদক) ময়মনসিংহ সমন্বিত জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মোস্তাফিজুল রহমান, উপ-সহকারি পরিচালক মোঃ এনামুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল আলম, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি ম. নূরুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মতিউর রহমান, সহ সভাপতি আজম জহিরুল ইসলাম, সাজেদা বেগম, সাধারণ সম্পাদক আজিজুল হক ফজলু, সদস্য মোঃ ইউসূফ আলী, আল ইমরান মুক্তা প্রমুখ।।”।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী সনিয়া আক্তার মেহরুন ও গীতা পাঠ করেন শিক্ষার্থী শিব প্রিয়া বিশ্বাস। আলোচনা শেষে রচনা ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে স্কুলের শিক্ষক, শিক্ষার্থী-অভিভাবক ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। একুশে মিডিয়া।”।
No comments:
Post a Comment