বেনাপোল সীমান্তে আমদানী নি‌ষিদ্ধ ভারতীয় ঔষধ জব্দ-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 3 September 2018

বেনাপোল সীমান্তে আমদানী নি‌ষিদ্ধ ভারতীয় ঔষধ জব্দ-একুশে মিডিয়া



একুশে মিডিয়া, যশোর জেলা প্রতিনিধি:

বেনাপোল সীমান্ত থেকে ৪৭ হাজার ৪০০ পাতা আমদানী নি‌ষিদ্ধ ভারতীয় যৌন উত্তেজনাক  ঔষধ জব্দ করেছে বডার গার্ড বিজিবি। ।”।
সোমবার (০৩ সে‌প্টেম্বর) সকালে বেনাপোল ছোট আঁচড়া বাইপাস রোড এলা‌কায় একটি ইজিবাইক থেকে এসব ঔষধ জব্দ করা হয়।।”।
বিজিবি জানায়, গোপন খবর আসে, ভারত থেকে পাচার হ‌য়ে আসা  আমদানী নি‌ষিদ্ধ এক‌টি ঔষধের চালান ‌নি‌য়ে বেনা‌পোল ছোট আঁচড়া বাইপাস রো‌ডে চোরাকারবারীরা অবস্থান কর‌ছে। এমন সময় বিজিবির একটি টহল দল সেখা‌নে অভিযান চালিয়ে প‌রিত্যাক্ত অবস্থায় ৪৭ হাজার ৪০০ পাতা ভারতীয় আমদানী নিষিদ্ধ যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ করে। যার আনুমানিক মূল্য প্রায় ৫ লক্ষ টাকা।।”।
৪৯ বিজিবির বেনাপোল ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আমজাদ হোসেন জানান, আটক ঔষধ জমা দেওয়ার প্র‌ক্রিয়া চল‌ছে। একুশে মিডিয়া।”।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages