![]() |
একুশে মিডিয়া, শফিউর রহমান সেলিম, ময়মনসিংহ প্রতিনিধি:
আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের যৌথ উদ্যোগে সোমবার (১ অক্টোবর) বেলা ১১টায় এক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ফারহানা করিমের নেতৃত্বে এ র্যালিতে অংশগ্রহন করেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহাম্মদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ আব্দুর রহিম, সাবেক ডেপুটি কমান্ডার নাজিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ছায়েদুর রহমান, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার কমল রায়, গৌরীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু কাউছার চৌধুরী রন্টি, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মতিউর রহমান, গৌরীপুর ব্যবসায়ী ঐক্য সংগঠনের সভাপতি মোঃ ইউসূফ আলী প্রমুখ। একুশে মিডিয়া।।
No comments:
Post a Comment