একুশে মিডিয়া, চট্টগ্রাম প্রতিনিধি:
বাঁশখালীতে গত রবিবার (৩০ সেপ্টেম্বর) রাতে শাহ আলম(৩৫) নামের পান ব্যবসায়ীকে শাশুড় পরিবারের লোকজন হত্যা করে ফাঁস লাগিয়ে আত্মহত্যা বলে প্রচার করার অভিযোগ পাওয়া গেছে। হত্যা করার পর রক্তাক্ত লাশ রাতের আঁধারে গাছের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে। বিদেশ যাবার টাকা দিয়ে শ্যালিকার বিয়ের ব্যবস্থার করার প্রতিবাদ করতে গিয়েই খুন হন শাহ আলম। পুলিশ শাহ আলমের স্ত্রী তাজমিন আক্তার ও শাশুড়ি জুলিয়ারা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে এসেছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাঁশখালী পৌরসভার উত্তর জলদী গ্রামের ৩নং ওয়ার্ডের বাসিন্দা মৃত সোলতান আহম্মদের পুত্র শাহ আলম। বিদেশ থেকে ফিরে জলদী মিয়া বাজার এলাকায় একটি চা’য়ের দোকানের সামনে পানের দোকানদারি করে আসছিলেন। সাড়ে ৮ বছর পূর্বে বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নের চাপাছড়ি গ্রামের নুরুল আমিনের কন্যা তাজমিন আক্তারকে বিয়ে করেন। তাদের এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। শাহ আলমের ইচ্ছা হয় আবার দেশের বাইরে ওমান যাবেন। তাই অনেক কষ্ট করে ৩ লাখ টাকা জোগাড় করলেন। বিদেশ যাবার ব্যবস্থা করে দেয়ার আশ^াস দেয়ায় ওই ৩ লাখ টাকা শাশুড় পরিবারে দিলেন। শাশুড় পরিবার ওই টাকা দিয়ে বিদেশ যাবার ব্যবস্থার পরিবর্তে গত ২৮ সেপ্টেম্বর শুক্রবার তার শ্যালিকা তানজু আক্তারকে বিয়ের আয়োজন করেন। ওই বিয়েতে তার স্ত্রী তাজমিন আক্তার গত বুধবার উপস্থিত হয়। কিন্তু শাহ আলম রাগে-ক্ষোভে বিয়েতে যায়নি। এর পর থেকে শাহ আলমকে হত্যা করবে বলে নানাভাবে হুমকি দিয়ে আসছিল। এই হুমকির মাঝেও গত রবিবার ৩০ সেপ্টেম্বর ছেলে-মেয়েদের জন্য প্রাণ কেঁদে ওঠলে শাহ আলম তার মা আয়শা ছিদ্দিকাকে জানিয়ে বিকালে শাশুড় বাড়িতে যায়। ওই সময় তার মা আয়শা ছিদ্দিকা অনেকবার বাঁধা দেন। তারপরও বাঁধা ঠেলে শাশুড় বাড়িতে যান।
বাঁশখালী পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. জমশেদ বলেন, গ্রামের মানুষের কাছে জানতে পেরেছি। রাতে ২টি সিএনজি অটো রিক্সা কয়েকবার আসা যাওয়া করেছে। ছোট রাস্তা দিয়ে অটোরিক্সার কয়েকদফা আসা যাওয়ায় মানুষের ঘুম ভেংগে গিয়েছিল। খুনিরা খুন করে লাশ ঝুলিয়ে দেয়ার মত ঘটনা ঘটিয়ে ফেলবে তা কেউ ভাবতে পারেনি। তবে রক্তাক্ত ঝুলিয়ে থাকা লাশ দেখে বুঝা যাচ্ছে শাহ আলমকে খুন করা হয়েছে।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন বলেন, শাহ আলমের লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করা হয়েছে। শাহ আলমের মৃত্যুর রহস্য উদঘাটনের চেষ্টা চালানো হচ্ছে। তবে এটা হত্যা না আত্মহত্যা নিশ্চিত নয়। শাহ আলমের স্ত্রী তাজমিন আক্তার ও শাশুড়ি জুলিয়ারা বেগমকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একুশে মিডিয়া।”।
No comments:
Post a Comment