![]() |
একুশে মিডিয়া, জহরুল ইসলাম জীবন, ঠাকুরগাঁও-হরিপুর প্রতিনিধি:
সৃজনে উন্নয়নে বাংলাদেশ’ শীর্ষক সাংস্কৃতিক উৎসব ও মেলা উপলক্ষে সারা দেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের চত্বর এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।
এসময় র্যালিতে উপজেলা নিবার্হী অফিসার এম.জে আরিফ বেগ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা আ,লীগের ভারপ্রাপ্ত সভাপতি নগেন কুমার পাল, সাধারন সম্পাদক জিয়াউল হাসান মুকুল, মোসলিমউদ্দীন সরকারি কলেজের অধ্যক্ষ সৈইদুর রহমান, ওসি তদন্ত আঃ সবুর, সাবেক আ’লীগের সম্পাদক এস এম আলমগীর, যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম রিপন, যুবলীগ সম্পাদক আমজাদ আলী, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা পারভীনসহ সকল কর্মকর্তা/কর্মচারী এবং সমাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
No comments:
Post a Comment