![]() |
একুশে মিডিয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ চাম্বল উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন সৌহার্দ্যপুর্ন পরিবেশে সম্পন্ন হয়েছে। স্থানীয় জনসাধারনের বহুল প্রত্যাশিত এ নির্বাচনে শিক্ষার্থী অভিভাবকদের প্রত্যেক্ষ ভোটে অাগামী দু'বছরের জন্য চাম্বল উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির ৪ জন অভিভাবক প্রতিনিধি সদস্য নির্বাচিত হয়েছে।
২৯ অক্টোবর, সোমবার সকাল ৮ টা থেকে ভোট গ্রহন শুরু হয়ে বিকেল ৩ টা পর্যন্ত চলে। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বাঁশখালী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ অালমগীর। নির্বাচন কার্যক্রমে অারো উপস্থিত ছিলেন যথাক্রমে বাঁশখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের হিসাবরক্ষক রফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসের মামুনুর রশীদ। ম্যানেজিং কমিটির নির্বাচিত অভিভাবক প্রতিনিধি সদস্যরা হলেন যথাক্রমে মোহাঃ মুজিবুল হোছাইন টিপু (৯৪৯), মোহাঃ ফজলুল কাদের (৮৩৯), এস,এম অাব্দুর রশীদ (৫০৮) ও মোহাঃ নুরুল অাবছার (৪৬৪)।
চাম্বল উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির দ্বি-বার্ষিক এ নির্বাচনে অভিভাবক প্রতিনিধি পদে ৪ টি পদের জন্য ৭ জন প্রতিযোগী প্রতিদ্বন্ধিতা করেন। নির্বাচনে প্রায় ২৩৪৬ জন অভিভাবক ভোটারের মধ্যে ১১৭১ জন অভিভাবক তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বিগত ১৫ দিন ধরে জমজমাট প্রচারনাময় এ নির্বাচন সুষ্ঠ, সুশৃংখল ও সৌহার্দ্যপুর্ণ পরিবেশে সম্পন্ন হওয়ায় চাম্বল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম সকল অভিভাবক ভোটার ও স্থানীয় জনসাধারনের প্রতি অান্তরিক ধন্যবাদ ও নব নির্বাচিত ম্যানেজিং কমিটিকে অভিনন্দন জানিয়েছেন।
No comments:
Post a Comment