৩১ অক্টোবর জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে আওয়ামী লীগের বৈঠক-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 29 October 2018

৩১ অক্টোবর জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে আওয়ামী লীগের বৈঠক-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, ষ্টাফ রিপোর্টার-ঢাকা:
জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে আওয়ামী লীগের সম্ভাব্য বৈঠকের তারিখ ৩১ অক্টোবর। সোমবার রাত ৮টায় জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য ও গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টুকে ফোন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এসময় ওবায়দুল কাদের ঐক্যফ্রন্টের নেতাদের বৈঠকে আমন্ত্রণ জানান ও কতজন সদস্য বৈঠকে আসবেন তা জানতে চান এবং সম্ভাব্য বৈঠকটি ৩১ অক্টোবর হতে পারে বলে জানান। বৈঠকে ঐক্যফ্রন্টের পক্ষ থেকে ১৫ বা ২০ সদস্য অংশ নিতে পারে বলে তিনি ওবায়দুল কাদেরকে জানিয়েছেন। গণফোরাম সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ আরটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সন্ধ্যায় সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, সংলাপের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দরজা সবার জন্য সব সময় খোলা। পার্টির পক্ষ থেকে আমরা জানিয়ে দিচ্ছি এই সংলাপে আমরা সম্মত।
সংলাপের স্থান ও সময় কিভাবে নির্ধারণ করা হবে সে ব্যাপারে তিনি কিছু বলেননি। ওবায়দুল কাদের বলেন, খুব শিগগির জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে আওয়ামী লীগের এই সংলাপের স্থান ও সময় জানিয়ে দেয়া হবে।
জাতীয় ঐক্যফ্রন্টের ১১ দফা কর্মসূচি ও ৭ দফা দাবি মেনে নেয়া হবে কি না এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, কোন দাবি মেনে নেয়া হবে আর কোনটা মেনে নেয়া হবে না আমরা এখন এ বিষয়ে কিছুই বলতে চাই না, সংলাপে সব বিষয়ে আলোচনা হবে।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages