পলাশবাড়ীতে আমেরিকা প্রবাসী জাহিদ নিউয়ের উদ্যোগে সুধী সমাবেশ ও সাংস্কৃতি অনুষ্ঠান-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday, 23 October 2018

পলাশবাড়ীতে আমেরিকা প্রবাসী জাহিদ নিউয়ের উদ্যোগে সুধী সমাবেশ ও সাংস্কৃতি অনুষ্ঠান-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার পলাশবাড়ী এসএম পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে ২৩ অক্টোবর মঙ্গলবার দুপুরে আমেরিকা প্রবাসী প্রকৌশলী আবু জাহিদ নিউ এর উদ্যোগে এক সুধী সমাবেশ ও  সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা জাদস সভাপতি বিশিষ্ট সাংবাদিক নুরুজ্জামান প্রধানের সভাপতিত্বে সুধী সমাবেশের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, প্রকৌশলী আবু জাহিদ নিউ।

তিনি বলেন, আমি পলাশবাড়ী,সাদুল্লাপুর এবং পীরগঞ্জ উপজেলাকে উন্ননের রোল মডেল করতে চাই। এ তিনটি উপজেলা হবে দেশের মধ্যে উন্নয়নের রাজধানী। আমি পীরগঞ্জে বেড়ে উঠলেও আমার সব কিছু হয়েছে পলাশবাড়ীকে ঘিরে। এ জন্য এ তিনটি উপজেলার তিন মাথায় ৪' শ কোটি টাকা ব্যয়ে একটি বেসরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করবো। শুধু আপনারা আমাকে সহযোগিতা প্রদান করবেন। 
এসময় আরও বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহমান, উপজেলা আওয়ামী লীগের  কৃষি বিষয়ক সম্পাদক  সাইফুল ইসলাম প্রমুখ। শেষে  ঢাকা থেকে আগত শিল্পীদের সমন্বয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages