![]() |
একুশে মিডিয়া, রিপোর্ট:
অদ্য বিকাল ৪ টায় নগরীর একটি অভিজাত হোটেলে সাংবাদিক ঐক্যজোটের আহবায়ক কমিটি নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সকল সদস্যর অনুমতি ক্রমে জাতীয় দৈনিক ফলাফল পত্রিকার সহ-সম্পাদক ও বঙ্গ টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মো: শাহবাজ খানকে সভাপতি এবং বিশিষ্ট সাংবাদিক পদ্মা টিভির এমডি শাহবুল ইসলাম সুমনকে সদস্য সচিব করে ১৯ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। আগামী ৩০ কার্য দিবসের মধ্যে তা পূর্নাঙ্গ কমিটিতে রুপ নেবে।
বাংলার নিউজ ৭১ এর প্রধান সম্পাদক লায়ন খান আকতার উজ্জামানকে যুগ্ম আহবায়ক এবং বঙ্গ টিভির বিশেষ প্রতিনিধি রতন কান্তী দাসকে যুগ্ম সচিব করে সাংবাদিক ঐক্যজোটের এই কমিটি গঠন করা হয়।কমিটিতে আরো রয়েছেন দেশ বরেন্য খ্যাতিমান সব সাংবাদিক।
দুস্থ্য সাংবাদিকদের উন্নয়ন কল্পে “সাংবাদিক ঐক্যজোটের” আত্মপ্রকাশ বলে মনে করছেন জোট নেতৃবৃন্দ।
কেন্দ্রীয় কমিটির অন্যান্য সদস্য বৃন্দরা হলেন সাংবাদিক আজিজ বাবু,আবু তাহের তারা,মোহাম্মদ মনির হোসেন কাজী, সুজন দেওয়ান, মনজুর হোসেন ঈশা,ফারজানা ইসলাম,শেখ আাসলাম হোসেন, মারছিফুল হাসান রনী, মোঃ আহসান উল্লাহ, মোঃ সেলিম খান, রিয়াদ আল-ফয়সাল, আব্দুল আউয়াল, আল-ফারদীন ইব্রাহীম, ,তৌহিদুর রহমান মিঠু, এ বি এস স্বপন। একুশে মিডিয়া।
No comments:
Post a Comment