![]() |
একুশে মিডিয়া, শফিউর রহমান সেলিম, ময়মনসিংহ প্রতিনিধি:
সরকারের উন্নয়ন মেলার কর্মকান্ড প্রচার, সরকারের গৃহীত উন্নয়ন কার্যক্রম প্রান্তিক পর্যায়ের মানুষের মাঝে তুলে ধরা এবং জনগণকে সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত করার লক্ষে শিক্ষার্থী, অভিভাবক, পেশাজীবী, বিনোয়গকারী, রাজনৈতিক ব্যক্তিত্ব, দেশবিদেশ পর্যটক, মুক্তিযোদ্ধা ও সিনিয়র সিটিজেনসহ সকল সরকারী দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের অংশ গ্রহণের মধ্যদিয়ে জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকালে উন্নয়ন অভিযাত্রা অধম্য বাংলাদেশ প্রতিপাদ্য নিয়ে ময়মনসিংহ জেমনেসিয়াম প্রাঙ্গনে ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা ২০১৮ এর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন ধর্মমন্ত্রী আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান। পরে জেলা প্রশাসক সুভাষ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন ও আজকের বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ধর্মমন্ত্রী এক বক্তব্যে বলেন প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ আজ এগিয়ে যাচ্ছে। ইতিমধ্যে বাংলাদেশ স্বল্পন্নোত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে অর্থনৈতিক ও মানবিক সব সূচকে বাংলাদেশের উন্নয়ন অভূতপূর্ব। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ ক্ষুদা, দারিদ্র ও বৈষম্যমুক্ত উন্নত দেশে পরিনত হবে। অন্যান্যদের মাঝে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার হাসান মাহমুদ, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, জেলা পুলিশ সুপার আবিদ হোসেন, ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগের সভাপতি আলহাজ এহতেশামুল আলম। পরে প্রধান বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এর আগে সকালে টাউন হল প্রাঙ্গন থেকে উন্নয়ন মেলা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার হাসান মাহমুদ। শোভাযাত্রা র্যালিটি ময়মনসিংহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিসনেসিয়াম প্রাঙ্গনে এসে শেষ হয়। একুশে মিডিয়া।
No comments:
Post a Comment