![]() |
একুশে মিডিয়া, শফিউর রহমান সেলিম, ময়মনসিংহ প্রতিনিধি:
উন্নয়নমূল কাজে নিয়োজিত, অসহায়-হত দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো সহ বিভিন্ন কর্মকান্ডে জড়িত সেচ্ছাসেবকমূলক সংগঠন আকাঙ্কা ফাউন্ডেশন এর উদ্দ্যেগ্যে ময়মনসিংহ জেলার বিভিন্ন সংগঠন সমন্বয়ে “ময়মনসিংহ ভলান্টিয়ার ফেস্টিভ্যাল-২০১৮” রোজ বুধবার বিকাল ৩ ঘটিকায় ময়মনসিংহ মেডিকেল কলেজ অডিটরিয়ামে অনুষ্টিত হয়ে থাকে।
এ অনুষ্ঠানের লক্ষ্য ময়মনসিংহ শ্রেষ্ঠ সংগঠন, শ্রেষ্ঠ সেচ্ছাসেবক সহ সেচ্ছায় নিয়োজিত শ্রেষ্ঠদের সম্মাননা প্রধান করা। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বয়ান রাখেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বচিপ) এর মহাসচিব, অধ্যাপক ডাঃ এম এ আজিজ। তিনি
বলেন- স্বেচ্ছায়শ্রম দেয়া পৃথিবীর সবচেয়ে বৃহৎ একটি মহৎ কাজ। আর সেচ্ছাসেবকরা দেশের উন্নয়নের চাবিকাটি। তিনি আরও বলেন দেশের উন্নয়নের সকল সেচ্ছাসেবকদের সম্বলিত সেচ্ছায়শ্রম শেখ হাসিনার উন্নয়নকে আরও এগিয়ে নিয়ে যাবে। আকাঙ্কা ফাউন্ডেশন এর সদস্য মেহেদী হাসান আব্দুল্লা এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা নাগরিক আন্দোলনের সভাপতি ও জেলা আউনজীবি সমিতির আকাধিকবারের সভাপতি এড: আনিছুর রহমান খান, বিপিএমপিএ ময়মনসিংহের সভাপতি ডা: হরিশংকর দাস, সংগঠনের উপদেষ্টা ও বিপিএমপি ময়মনসিংহের সাধারণ সম্পাদক ডাঃ এইচ এ গোলন্দাজতারা, জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক তারুণ্যের প্রতিক এইচ এম
ফারুক, আকাঙ্কা ফাউন্ডেশন এর চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাসান, ফাউন্ডেশন এর
ঢাকা এর সাধারণ সম্পাদক কে এস এম জামান তাসিন, ডাঃ ফজলুল হক পাঠান,
ডাঃ একে এম আবুল হোসেন, কবি এম আর মুঞ্জুর, ময়মনসিংহ শাখার সভাপতি
বিপ্লব, সাধারণ সম্পাদক আরাফাত রহমান প্রমুখ সহ অনেকে উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানটি জেলার ৫৭টি সেচ্ছাসেবক সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা
অংশগ্রহণ করে। অনুষ্ঠানে সকল সংগঠনকে স্মাননা দেওয়ার হয়, তাছাড়া শ্রেষ্ঠ
সেচ্ছাসেবকদের সম্মাননাসহ বিভিন্ন জনকে শ্রেষ্ঠতের উপরে সম্মাননা প্রধান
করা হয়। তারই বিশেষ অবদান রাখায় আজীবন সম্মাননা গ্রহণ করেন স্কাউটার
রফিকুল ইসলাম ওপেন স্কাউট গ্রুপের প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং বাংলাদেশ
স্কাউটস ময়মনসিংহ জেলার সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম। একই সাথে
সংগঠনের ময়মনসিংহ শ্রেষ্ঠ সংগঠন হিসেবে সম্মানান গ্রহণ করেন স্কাউট
লিডার ও বিডি ক্লিন এর সমান্নয়ক অ্যাডঃ মতিউর রহমান ফয়সাল। স্কাউটার
রফিকুল ইসলাম ওপেন স্কাউট গ্রুপের সম্মাননা গ্রহণ করেন এস এম এমরান
No comments:
Post a Comment