![]() |
একুশে মিডিয়া, এম.ডি হাফিজুর রহমান, জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জ জেলাধীন উল্লাপাড়া উপজেলায় বৃহস্পতিবার (৪ঠা অক্টোবর) থেকে তিন দিন ব্যাপী উন্নয়ন মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। এ মেলা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ চত্বরে ইউ এন ও মোঃ আরিফুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৪ উল্লাপাড়া আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম। আরও বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. মারুফ বিন হাবিব, এস এম নজরুল ইসালাম (পৌর মেয়র), বীর মুক্তিযোদ্ধা জেলা পরিষদ সদস্য উপজেলা আওয়ামী লীগের আহবায়ক গোলাম মোস্তফা, যুগ্ম আহবায়ক অধ্যাপক ইদ্রিস আলী, জেলা পরিষদ সদস্য রিবলী ইসলাম কবিতা, মডেল থানার অফিসার ইনচার্জ দেওয়ান কউশিক আহমেদ সহ আরও অনেকে। এ মেলায় মোট ৪৯ টি স্টল বসেছে। এর মধ্যে ২টি এনজিও প্রতিষ্ঠান রয়েছে। একুশে মিডিয়া।
No comments:
Post a Comment