![]() |
একুশে মিডিয়া, হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সানফ্লাওয়ার মডেল স্কুলে ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়। প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে একযুগে উদ্বোধনের পর পরই স্থানীয়ভাবে মেলা উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ফারুক আহমেদ খান ।
![]() |
উপজেলা প্রশাসনের আয়োজনে এবারের মেলার প্রতিপাদ্য বিষয় ছিল ‘উন্নয়নের অভিযাত্রায়, অদম্য বাংলাদেশ’। পরে মেলা প্রাঙ্গন থেকে এক বণার্ঢ্য র্যালী বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়। র্যালী পরবর্তী আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমেদ খান, ভাইস চেয়ারম্যান আনোয়ারুল হক মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা খাতুন ময়না, পৌর মেয়র মোঃ খায়রুল আলম ভূঞা, আওয়ামীলীগ সভাপতি কবিরুল ইসলাম বেগ, সাধারন সম্পাদক অধ্যক্ষ আব্দুর রশিদ প্রমূখ। পরে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রথম দিনের আয়োজন শেষ হয়। উন্নয়ন মেলায় উপজেলার বিভিন্ন দপ্তর, এনজিও সহ প্রায় ৫০টি স্টল অংশগ্রহন করে। একুশে মিডিয়া।
No comments:
Post a Comment