আজ মঙ্গলবার নির্বাচন কমিশনের সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠক যাচ্ছে না: জাতীয় ঐক্যফ্রন্ট-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 29 October 2018

আজ মঙ্গলবার নির্বাচন কমিশনের সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠক যাচ্ছে না: জাতীয় ঐক্যফ্রন্ট-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, রিপোর্ট:
আগামীকাল মঙ্গলবার নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠক যাচ্ছে না  জাতীয় ঐক্যফ্রন্ট। জানালেন বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ।
সোমবার (২৯ অক্টোবর) জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক থেকে একথা জানান তিনি। রাজধানীর মতিঝিলে ব্যারিস্টার মওদুদের চেম্বারে এই বৈঠক হয়। বৈঠকে তারা জাতীয় ঐক্যফ্রন্টের পরবর্তী কর্মসূচি নিয়ে আলোচনা করেন বলে জানান তিনি।
ব্যারিস্টার মওদুদ বলেন, প্রধানমমন্ত্রী শেখ হাসিনা আমাদের সংলাপের আহ্বানে সাড়া দিয়েছেন। আমরা ভাবছি যে নির্বাচন কমিশনে যাওয়ার আর দরকার নেই। কারণ সংলাপেই নির্বাচন কমিশনের বিষয়ে আলোচনা হবে।
তিনি বলেন, আমরা সংলাপ চেয়ে চিঠি দিয়েছিলাম। এতে সাড়া দিয়েছে আওয়ামী লীগ। আমরা দলটির এ সিদ্ধান্তকে স্বাগত জানাই। একইসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছি।
উল্লেখ্য, আগামীকাল মঙ্গলবার নির্বাচন কমিশনের সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠক ছিল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের দশ সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসার কথা ছিল। একুশে মিডিয়া।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages