![]() |
একুশে মিডিয়া, চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, অংকুর সোসাইটি বালিকা উচ্চ শিক্ষার পরিবেশ,মান উন্নতকরণ এবং শ্রেণি স্বল্পতা পূরণের লক্ষ্যে নিজস্ব অর্থায়নে ১৬ কোটি টাকা ব্যয়ে অত্যাধনিক একটি বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে। আগামী ২০১৯ এর মধ্যে নির্মাণের কাজ শেষ হতে পারে। এতে কম্পিউটার ল্যাব, লাইব্রেরী, মাল্টিপারপাস হল রুম, গালর্স কমন রুম, মিটিং রুম, টিটার্চ রুম, অধ্যক্ষ কক্ষ, ফাস্ট এইড মেডিকেল রুম, স্টোর রুম, এ্যাডমিশন ও একাউন্ট রুম ও অত্যাধুনিক লিফট এবং প্রতিটি ফ্লোরে টয়লেটের ব্যবস্থা থাকবে।
আজ শনিবার সকালে অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক উপ পরিষদের সভাপতি সৈয়দ রফিকুল আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর, চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে সচিব প্রফেসর শওকত আলম ও দি চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি. সম্পাদক মোহাম্মদ শাহজাহান, সদস্য আলমগীর পারভেজ ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধান লিলি বড়–য়া বড়–য়া প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় আলহাজ্ব মো. ইদ্রিছ, আলাউদ্দিন আলম, নুর ইসলাম মিন্টু এবং স্কুল ব্যবস্থাপনা সদস্য মো. শাহ আলম, সৈয়দ শাহরিয়ার পারভেজ, শিপ্তী মহাজন সহ স্কুল পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ।
মেয়র বলেন,নারী শিক্ষা বিস্তারে অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয় অনন্য কৃতিত্ব অর্জন করে চলেছে। ২০১৮ অর্থ বছরে এসএসসিতে এই শিক্ষা প্রতিষ্ঠানের ১৬৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। এর মধ্যে ১৬৪জন কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে। চট্টগ্রামের শিক্ষা বোর্ডের পাসের হার ছিল ৬৩ শতাংশ।আর অংকুর সোসাইটি স্কুলের পাসের হার ছিল ৯৯.৪ শতাংশ। জেএসসি-তেও এই শিক্ষা প্রতিষ্ঠানের পাসের হার শতভাগ।
No comments:
Post a Comment