![]() |
একুশে মিডিয়া, গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ৪নং বরিশাল ইউনিয়নের বরিশাল দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করলেন এটিএম জিল্লুর রহমান। প্রকাশ,ওই বিদ্যালয়ে পূর্ব প্রধান শিক্ষকের পদ শূন্য হওয়ায় ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত মোতাবেক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশসহ বিধি মোতাবেক তাকে এ নিয়োগ দেয়া হয়েছে।
শনিবার ২৭ অক্টোবর সকালে সে উক্ত বিদ্যালয়ে এটিএম জিল্লুর রহমান নতুন প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। বিদ্যালয়ের লেখা-পড়ার মান আরও উন্নত ও মডেল বিদ্যালয় গঠনে তিনি বিদ্যালয় পরিচালনা কমিটিসহ ছাত্র-ছাত্রী অভিভাবক এবং এলাকার সুশীল সমাজের সহযোগিতা কামনা করেন। উলেখ্য, সাদুল্যাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের বুজরুক মোজাহিদপুর গ্রামের রেজাউর রহমানের পুত্র এটিএম জিল্লুর রহমান। তিনি খোর্দ্দকোমরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক হিসেবে দীর্ঘদিন থেকে সুনামের সহিত দায়িত্ব পালন করে আসছিলেন বলে জানা যায়।
No comments:
Post a Comment