![]() |
একুশে মিডিয়া, লাইফ রিপোর্ট:

জ্যোতিষ শাস্ত্রী ফকির ইয়াসির আরাফাত মেহেদী
সাংগঠনিক সম্পাদক (বাংলাদেশ এস্ট্রলজার্স সোসাইটি)
রবিবার (২১ অক্টোবর) আপনার জন্ম হলে পাশ্চাত্য মতে আপনি তুলা রাশির জাতক-জাতিকা। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: শুক্র ও বৃহস্পতি। ২১ তারিখে জন্ম হবার কারণে আপনার উপর বৃহস্পতির প্রভাব প্রবল।(((একুশে মিডিয়া)))
আপনার শুভ সংখ্যা: ৩,১২,২১,৩০।
শুভ বর্ণ: হলুদ ও সাদা।
শুভ বার ও গ্রহ: শুক্র ও বৃহস্পতি।
শুভ রত্ন: পোখরাজ ও হীরা।
শুভ বর্ণ: হলুদ ও সাদা।
শুভ বার ও গ্রহ: শুক্র ও বৃহস্পতি।
শুভ রত্ন: পোখরাজ ও হীরা।
চন্দ্রাবস্থান: আজ চন্দ্র কুম্ভ রাশিতে দুপুর: ১:২৮থেকে মীন রাশিতে অবস্থান করবে। ১২শী তিথি, রাত: ৮:৩৬ থেকে ১৩শী তিথি চলবে।(((একুশে মিডিয়া)))
মেষ রাশি (২১ মার্চ - ২০ এপ্রিল): মেষ রাশির জাতক-জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। কোনো প্রভাবশালী বন্ধুর সাহায্য পেতে পারেন। ঠিকাদারী ব্যবসায় বকেয়া বিল আদায় হতে পারে। ব্যবসায়ীক দিক তুলনামূলক মিশ্র যাবে। দুপুরের পর বিদেশ সংক্রান্ত কাজে অগ্রগতি আশা করা যায়। ট্রাভেল এজেন্সি ব্যবসায় ভালো আয়ের যোগ। প্রবাসীদের ক্রমোন্নতির সুযোগ আসতে পারে।(((একুশে মিডিয়া)))
বৃষ রাশি (২১ এপ্রিল - ২০ মে): বৃষ রাশির জাতক-জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। কর্মস্থলে কোনো না কোনো ঝামেলা দেখা দেবে। আজ আপনার কর্মের মূল্যায়ন হবার সম্ভাবনা নেই। অনেকে আজ চাকরিতে ইস্তেফা দিতে পারেন। দুপুুর থেকে ব্যবসায়ীক ক্ষেত্রে কিছু অগ্রগতি আশা করা যায়। বন্ধু বা প্রভাবশালী বড় ভাই এর সাহায্য পেতে পারেন। চাকরিজীবীদের বকেয়া অর্থ লাভের যোগ রয়েছে।(((একুশে মিডিয়া)))
মিথুন রাশি (২১ মে - ২০ জুন): মিথুন রাশির জাতক-জাতিকার দিনটি ভালো যাবে না। ধর্মীয় ও আধ্যাত্মীক কাজে পরিতৃপ্ত হতে পারবেন। বিদ্যার্থীদের পড়াশোনায় আগ্রহ কমে আসবে। উচ্চ শিক্ষা সংক্রান্ত বিষয়ে কোনো এজেন্সীর দ্বারা ঝামেলার শিকার হবেন। দুপুরের পর বেকারদের চাকরি সংক্রান্ত কাজে অগ্রগতি হবে। প্রভাব প্রতিপত্তি বাড়তে চলেছে। সামাজিক ও রাজনৈতিক কাজে সাফল্য লাভ।(((একুশে মিডিয়া)))
কর্কট রাশি (২১ জুন - ২০ জুলাই): আজ কর্কট রাশির জাতক-জাতিকার দিনটি মিশ্র যাবে। আজ আয় রোজগারে কোনো প্রকার সরকারি ঝামেলা দেখা দিতে পারে। ট্যাক্স ও ভ্যাট সংক্রান্ত জটিলতায় ব্যস্ত থাকবেন। কোনো উকিলের দ্বারা হয়রানির সম্ভাবনা রয়েছে। দুপুরের পর কোনো জজ বা ম্যাজিস্ট্রেটের সাহায্য পেতে পারেন। ভাগ্য সুপ্রসন্নহবে। বিদেশ সংক্রান্ত কাজে সাফল্য লাভের যোগ।(((একুশে মিডিয়া)))
সিংহ রাশি (২১ জুলাই - ২১ আগস্ট): সিংহ রাশির জাতক-জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যবসা-বাণিজ্যে কিছু অগ্রগতি হবে। কোনো অংশীদারি কাজে সাফল্য পেতে পারেন। দুপুরের পর সময় তুলনামূলক ভালো নয়। আইনগত জটিলতা দেখা দেবে। ব্যাংক ঋণ সংক্রান্ত বিষয়ে ঝামেলা। পাওনাদারের দ্বারা হয়রানির সম্মুখীণ হতে পারেন।(((একুশে মিডিয়া)))
কন্যা রাশি (২২ আগস্ট - ২২ সেপ্টেম্বর): আজ কন্যার জাতক-জাতিকার দিনটি মিশ্র যাবে। কর্মস্থলে সহকর্মীদের সাথে বিরোধের আশঙ্কা প্রবল। শারীরিক দিক ভালো যাবে না। কাজের লোকের সাথে বিবাদে জড়াতে পারেন। দুপুরের পর সময় ভালো হয়ে উঠবে। দাম্পত্য পরিস্থিতির উন্নতি আশা করা যায়। ব্যবসায়ীক কাজে বিদেশ যাত্রার যোগ প্রবল।(((একুশে মিডিয়া)))
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর- ২১ অক্টোবর): তুলা রাশির জাতক-জাতিকার দিনটি ভালো যাবে। আজ বিদ্যার্থীরা আশানুরুপ সফল হতে পারবেন। তবে সন্তানের শরীর ভালো না যাওয়াতে অবিভাবকদের দুশ্চিন্তা বাড়তে থাকবে। দুপুরের পর থেকে কর্মস্থলে কোনো সহকর্মীর সহায়তা পেতে পারেন। কাজের লোকের উপর নির্ভর করতে হবে। গোপন শত্রুদের অপতৎপরতা বৃদ্ধি পাবে।(((একুশে মিডিয়া)))
বৃশ্চিক রাশি (২২ অক্টোবর- ২০ নভেম্বর): বৃশ্চিক রাশির জাতক-জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। আজ মায়ের শরীর স্বাস্থ্য কিছুটা ভোগাতে পারে। বাড়ি ও জমি সংক্রান্ত কাজে না যাওয়াই ভালো। প্রত্যাশিত কাজে রহস্যজনক ঝামেলা দেখা দেবে। দুপুরের পর প্রেম ও রোমান্সে কিছু অগ্রগতি হতে পারে। সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তায় থাকতে পারেন। সৃজনশীল পেশা ও শৈল্পীক কাজে অগ্রগতি হবে।(((একুশে মিডিয়া)))
ধনু রাশি (২১ নভেম্বর - ২০ ডিসেম্বর): ধনু রাশির জাতক-জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। গার্মেন্টস ব্যবসায়ীরা কোনো অর্ডার কেন্সেল হওয়াতে দুশ্চিন্তায় পড়তে পারেন। আজ বিকাশ ও মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীদের লেনদেনে সতর্ক হতে হবে। দুপুরের পর কোনো আত্মীয়র সাহায্য পেতে পারেন। প্রত্যাশা পূরণের যোগ রয়েছে। গৃহস্থালী কোনো কাজে সাফল্য পাবেন।(((একুশে মিডিয়া)))
মকর রাশি (২১ ডিসেম্বর - ২০ জানুয়ারি): মকর রাশির জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। বকেয়া বিল আদায়ে সফল হতে পারেন। বাড়িতে কুটুম্বর আগমন হতে পারে। খাদ্য ও পানিয়ের ব্যবসায় ভালো আয়ের যোগ দেখা যায়। দুপুর থেকে বস্ত্র ও স্বর্ণালঙ্কার ব্যবসায়ীরা ভালো আয় রোজগার করতে পারবেন। বিকাশ ও রকেটের মাধ্যমে ধন লাভের যোগ। ছোট ভাই-বোনের সন্তান লাভের সংবাদ পেতে পারেন।(((একুশে মিডিয়া)))
কুম্ভ রাশি (২১ জানুয়ারি - ১৮ ফেব্রুয়ারি): কুম্ভ রাশির জাতক-জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। কাজে কর্মে অগ্রগতি হবে। কোনো রাষ্ট্রীয় বা সরকারি কাজে জড়িয়ে যেতে পারেন। দুপুরের পর বকেয়া অর্থ আদায়ের যোগ। সঞ্চয়ের প্রচেষ্টা সফল হতে পারে। বাণিজ্যিক ক্ষেত্রে ভালো আয়ের সুযোগ পেয়ে যাবেন। বাড়িতে অতিথী সমাগমের যোগ।(((একুশে মিডিয়া)))
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি - ২০ মার্চ): মীন রাশির জাতক-জাতিকার দিনটি মিশ্র সম্ভবনাময়। ব্যয় বৃদ্ধির কারণে মানসিক অশান্তি দেখা দেবে। প্রবাসীরা কোনো বিষয়ে ঝামেলায় পড়তে পারেন। ট্রাভেল এজেন্সি ও ট্রান্সপোর্ট ব্যবসায়ী আশানুরুপ লাভ করতে পারবেন না। দিনের শেষ ভাগে আপনার ব্যবসা-বাণিজ্যে কিছু অগ্রগতি হবে। দাম্পত্য সুখ শান্তি ফিরে পাবেন। (((একুশে মিডিয়া)))
No comments:
Post a Comment