![]() |
একুশে মিডিয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার দ্বীনি ও অাধুনিক শিক্ষা সমন্বিত শিক্ষা প্রতিষ্ঠান বাঁশখালী পৌরসভার উত্তর জলদী ভাদালিয়া হারুন বাজারস্থ বায়তুল ইরফান আদর্শ মাদরাসার ২০১৮ শিক্ষাবর্ষের ইবতেদায়ী সমাপনী পরিক্ষার্থীদের মডেল টেস্ট পরিক্ষার ফলাফল ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠান মাদরাসার হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ অক্টোবর) বিকাল ৩টায় মাষ্টার রিয়াদ মাহমুদের পরিচালনায় ফলাফল ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাইতুল ইরফান আদর্শ মাদরাসার প্রতিষ্টাতা পরিচালক কাজী মুহাম্মদ মনছুরুল হক। প্রধান অতিথি ছিলেন জলদী মখজুনুল উলুম (বাইঙ্গা পাড়া বড় ) মাদরাসার সহকারী পরিচালক আব্দু রহমান বিন আব্দুস সোবহান।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের ইবতেদায়ী সমাপনী মডেল টেস্টের ফলাফলে সন্তোষ প্রকাশ করে আসন্ন সমাপনী পরিক্ষায় সফলভাবে উত্তির্ন হওয়ার জন্য ছাত্র ছাত্রীদের সৃজনশীল ধারায় অধ্যয়নের পাশাপাশি সফলতার জন্য নানা পরামর্শ প্রদান করেন।
অতিথিদের কাছ থেকে প্রথম স্থান অর্জন করে পুরুস্কার গ্রহণ করেন মরজিয়া আক্তার, দ্বীতিয় স্থান অধিকার করেন নুসরত সুলতানা জাকিয়া, তৃতীয় স্থান লাভ করেন জন্নাতুন নঈম। অন্যন্যদের মধ্যে পুরুস্কার লাভ করেন তামিমা বিনতে হুদা, আকিবুল ইসলাম আহাদ, হাদিসা খানম, মরজান বেগম, নাজমা সোলতানা, জন্নাতুল মাওয়া, আইমন, আসমা আক্তার, শিফা আক্তার, আমেনা, হামিদা সহ অনেকে।
এসময় মাদরাসার শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে সুললিত কণ্ঠে পবিত্র কোরআন তেলাওয়াত উপস্থিত সবাইকে মুগ্ধ করেন ৭ম শ্রেনীর ছাত্র মো. আজম উদ্দীন। উদ্ভোধনী সংগিত পরিবেশন করেন আশরাফুল আজম আরমান ও আজম উদ্দিন। সভা শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়।
No comments:
Post a Comment