![]() |
একুশে মিডিয়া, এম ডি হাফিজুর রহমান, চলনবিল প্রতিনিধি:
সিরাজগঞ্জ জেলাধীন সলঙ্গা থানার হাটিকুমরুল সিরাজগঞ্জ রোড গোলচত্তর সংলগ্ন আল-মদিনা জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় এক নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এঘটনা এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
গত বৃহস্পতিবার রাত ৯ টার সময় সিরাজগঞ্জ সদর থানার-শ্যামপুর গ্রামের ফরিদুল ইসলামের স্ত্রী অঞ্জনা খাতুনের প্রসব বেদনা শুরু হলে অঞ্জনার স্বামী ও পরিবারের লোকেরা তাকে সিরাজগঞ্জ রোডস্থ আল-মদিনা জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। এ সময় হাসপাতালের কর্তব্যরত নার্স ও রিসিপসনিস্টরা চিকিৎসক আসবেন বলে মিথ্যা আশ্বাস দিয়ে ওই পরিবারকে প্রায় ১ ঘন্টা অপেক্ষা করায় । পরে হাসপাতালের কর্তব্যরত কর্মচারিদের উপস্থিতে হাসপাতালে পরিচালকের ছোট বোন পারভিন সুলতানা আল্ট্রাসোনোগ্রাম করে,বলেন বাচ্চা ও মা সুস্থ এবং স্বাভাবিক আছে এটা নরমাল ডেলিভারি হবে। আপনারা বসেন কোন চিন্তা নেই। বলে প্রসূতিকে অপারেশন থিয়েটার এ নিয়ে যায়। প্রায় ১ ঘন্টা পরে একটি মৃত পুত্র সন্তান প্রসব করান।
এরপর প্রসূতির স্বামী হসপিটাল কর্তৃপক্ষে কাছে বাচ্চা মারা যাওয়া বিষয়টি জানতে চাইলে হসপিটাল কর্তৃপক্ষ জানান প্রসূতির গর্ভে মৃত সন্তান ছিল বলে কেটেপরে। গত শুক্রবার সন্ধার সময় ওই পরিবারের লোকজন বিষয়টি ভালো ভাবে জানতে আল-মদিনা জেনারেল হাসপাতালের পরিচালক ভুয়া ডাক্তার মোহসিনের কাছে গিয়ে বিষয়টি বললেই মহসিন অশ্বালীন ভাষায় গালীগালাজ সহ তার ভাড়াটিয়া গুন্ডা বাহীনিকে নিয়ে রুগীর পরিবারের উপর অতর্কৃত হামলা চালালে থানার চক পাড়া গ্রামের মৃত সোনাউল্লার ছেলে রফিকুল ইসলাম আহত হয়।
এ-বিষয়ে সাংবাদিকরা আল-মদিনা জেনারেল হাসপাতালের পরিচালক মহসিন এর কাছে জানতে চাইলে সাংবাদিকদের অশ্বালীন ভাষায় গালীগালাজ সহ নিজেকে মানবাধিকার নেতা বলে দাবী করে।
গত শুক্রবার ফেসবুকে ভাইরাল হলে সাংবাদিকদের বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে জানান স্থানীয় গনমাধ্যম কর্মীরা।
ঘটনার বিষয়ে-সলঙ্গা থানার ভারপাপ্ত কর্মকর্তা(ওসি)নিকট মুঠোফোনে জানতে চাইলে তিনি প্রতিবেদককে বলেন,অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়জনীয় ব্যাবস্থা নিব।
No comments:
Post a Comment