![]() |
ফাইল ফটো |
একুশে মিডিয়া, রিপোর্ট:
বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের বৈঠক বসছে বুধবার (৩১ অক্টোবর)। এদিন রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশে লেবার পার্টির একাংশের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান এই তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি আন্দালিব রহমান পার্থ বলেন, ‘ধারণা করতেছি জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংলাপ বিষয়ে হয়তো জোটের বৈঠকে আলোচনা হবে। এর বাইরে খালেদা জিয়ার মামলা ও তার চিকিৎসার বিষয়ে কথা হবে।
বিএনপির চেয়ারপারসনের মিড়িয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘বৈঠকে সমসাময়িক রাজনৈতিক বিষয়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারো। একুশে মিডিয়া।
No comments:
Post a Comment