![]() |
একুশে মিডিয়া, মোঃ আরিয়ান আরিফ, ভোলা:
ভোলার দৌলতখান উপজেলায় পল্লী বিদ্যুতের খুঁটি বোঝাই ট্রলিরচাপায় আইয়ুব আলী (৬২) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
শনিবার (২০ অক্টোবর) দুপুর পৌনে ১টার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের দক্ষিণ জয়নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আইয়ুব আলী উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের ১নং ওয়ার্ডের পশ্চিম জয়নগর এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, শনিবার দুপুরে বাংলাবাজার পল্লী বিদ্যুৎ অফিসের দক্ষিণ পার্শ্বে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের উপর পল্লী বিদ্যুতের খুঁটি বোঝাই একটি ট্রলী খুঁটি নামানোর জন্য রাস্তার উপর দাঁড় করায়। এসময় আইয়ুব আলী নামের এক বৃদ্ধ রাস্তার পাশ দিয়ে বাজারের দিকে যাচ্ছিলো। এরই মধ্যে ট্রলিটি পিছন দিক থেকে আসার সময় বৃদ্ধের উপর উঠিয়ে দিলে ঘটনাস্থলেই বৃদ্ধ মারা যায়া। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করে।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
No comments:
Post a Comment