![]() |
একুশে মিডিয়া, চট্টগ্রাম প্রতিনিধি:
এক পরিসংখ্যানে দেখা গেছে, চট্টগ্রাম নগরীতে একজন ব্যক্তি প্রতিদিন গড়ে ৪০০ গ্রাম করে বর্জ্য উৎপাদন করে। এই হিসাবে নগরীর ৬০ লাখ মানুষ প্রতিদিন ২৪ টন বর্র্জ্য উৎপাদন করছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচ্ছন্ন বিভাগ উৎপাদিত এই বর্জ্য অপসারণে সুষ্ঠু ব্যবস্থাপনা পরিচালনা করলেও অনেক বর্জ্য নালা-নর্দমায় পতিত হয়ে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত করে। নগরের প্রধান সমস্যা জলাবদ্ধতা সৃষ্টির জন্য নালা নর্দমার বর্জ্য একটি নেপথ্য কারণ বলে জানা গেছে। কিন্তু জনসাধারণের উৎপাদিত এই বর্জ্যরে সঠিক ব্যবস্থাপনা করা গেলে নগরীর জলাবদ্ধতা সমস্যা ৩০ শতাংশ সমাধান হয়ে যাবে বলে তারা উল্লেখ করেন। শহরের অনেকগুলো সমস্যার মধ্যে বর্জ্য ব্যবস্থাপনার সমস্যা অন্যতম। নালা-নর্দমায় ময়লা আবর্জনার কারণে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হতে দেখা যায়।
আজ সোমবার দুপুরে চসিক কে বি আবদুচ ছত্তার মিলনায়তনে বিশ্ব বসতি দিবস-২০১৮ উপলক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম চট্টগ্রাম অঞ্চল’র যৌথ ব্যবস্থাপনায় ‘পৌর এলাকার কঠিন বর্জ্য ব্যবস্থাপনা’ শীর্ষক আলোচনায় এই তথ্য উঠে এসেছে।
আলোচনায় প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। সভায় তিনি বলেন, ডোর টু ডোর আবর্জনা সংগ্রহ কার্যক্রম সফল ভাবে পরিচালিত হচ্ছে। এ কার্যক্রমে প্রায় ১৯’শ সেবক নিয়োজিত রয়েছে। তবে বর্জ্য ব্যবস্থাপনার সম্পর্কে নগরবাসীকে সচেতন হতে হবে। তাদের মধ্যে যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলার মানসিকতা গড়ে তুলতে হবে।
সভায় বক্তব্য রাখেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, সচিব মোহাম্মদ আবুল হোসেন, নগর পরিকল্পনাবিদ এ কে এম রেজাউল করিম, ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের প্রোগ্রাম স্পেশালিষ্ট ইফতেখার হাসান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের নগর শাসন বিষয়ক গবেষক রায়হান আহমেদ প্রমুখ।
কাউন্সিলর আঞ্জুমান আরা বেগম, আবিদা আজাদসহ আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। একুশে মিডিয়া।।




No comments:
Post a Comment