![]() |
যে কৃষকের সন্তান একদিন পায়ে হেটে আসতেন শিক্ষা প্রতিষ্ঠানে,সে কৃষকের সন্তান আকাশ পথে এসে উদ্বোধন করলেন ৪তলা ভবন। |
একুশে মিডিয়া, এম এ হাসান, কুমিল্লা:
মানুষের কর্মদক্ষতা গুনে একদিন সাধারন পরিবার থেকে উঠা আসা মানুষ শিল্পপতি হওয়ার গল্প শুনা যায় অনেক, কিন্তু সাধারণ পরিবার থেকে উঠে আসা লোক মাটি ও মানুষের নিকট জনপ্রিয় হওয়ার আলোচিত মানুষের মধ্যে এক উজ্জল নক্ষত্র কুমিল্লা-১১আসন থেকে নির্বাচিত ৩ বারের সংসদ সদস্য রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিব এমপি।
উপজেলা চৌদ্দগ্রামের এক অজোপাড়া গ্রামের কৃষক পরিবারে জন্ম নেওয়া মুজিবুল হক মুজিব নিজের জীবনের অনেকটা সময় পায়ে হেটে আসা নিজের শিক্ষা প্রতিষ্ঠানে আজ আসলেন আকাশপথে হেলিকপ্টার নিয়ে,আর সেই শিক্ষা প্রতিষ্ঠানে সকল ভবন উন্নয়ন করেন নিজেরই পরিশ্রমে।
উল্লেখ্য ভারত সরকারের অর্থায়নে কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলায় কাশিনগর ডিগ্রি কলেজের ৪ তলা ভবন এর ভিত্তি প্রস্তর স্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ২৮ অক্টোবর (রবিবার) স্থানীয় কাশিনগর ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গনে, কাশিনগর ডিগ্রি কলেজ পরিচালনা কমিটির সভাপতি সামছুল আলম এর সভাপতিত্বে ও কাশিনগর ইউপি পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন এর পরিচালনায় অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন কুমিল্লা ১১ আসন তথা চৌদ্দগ্রাম থেকে নির্বাচিত সংসদ রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিব এমপি বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা ও ভারতের সেনারা স্বাধীনতার জন্য রক্ত দিয়েছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ভারতের প্রধানমন্ত্রী ইন্ধিরা গান্ধী বাংলাদেশ-ভারতের মধ্যে একটি শক্তিশালী বীজ বপন করেছিলেন।
বর্তমানে বঙ্গবন্ধুর কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দুই দেশের বন্ধুত্ব অটুট রয়েছে। বাংলাদেশের সুসময় ও দুঃসময়ে ভারত সাথে থাকবে। বাংলাদেশ ও ভারতের বন্ধুত্ব চির অটুট থাকবে।উক্ত অনুষ্ঠানে উদ্ভোধক হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার শ্রী হর্ষ বর্ধন শিংলা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, ভারতীয় হাইকমিশনের ১ম সচিব শ্রী রাজেশ উইকি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, বর্তমান মহাসচিব সাবান মাহমুদ, দৈনিক ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, দৈনিক আমাদের সময়ের ব্যবস্থাপনা সম্পাদক সন্তোষ শর্মা, লক্ষীপুর জেলা ও দায়রা জজ আবুল কাশেম, কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক মাঈন উদ্দিন, কুমিল্লার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, চৌদ্দগ্রাম উপজেলা চেয়ারম্যান আবদুস সোবহান ভুঁইয়া হাসান, উপ-সচিব একেএম কিবরিয়া মজুমদার, কাশিনগর কলেজ অধ্যক্ষ মোশারেফ হোসেন।
এর আগে ভারত সরকারের অর্থায়নে ১ কোটি ৭৪ লাখ টাকা ব্যয়ে নিমির্ত কাশিনগর ডিগ্রী কলেজের নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রেলপথমন্ত্রী ও ভারতীয় হাই কমিশনার ।
কাশিনগর হাইস্কুল মাঠে বৃক্ষরোপণ করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম পৌর মেয়র মিজানুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান, সহকারী কমিশনার ভুমি দীপন দেবনাথ, ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, জেলা আ’লীগ নেতা সামছুল আলম মজুমদার, জেলা পরিষদের সদস্য ভিপি ফারুক, সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন, সদর দক্ষিণ উপজেলা আ’লীগের সহ-সম্পাদক কামাল উদ্দিন, চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগ নেতা জিএম মীর হোসেন, আকতার হোসেন পাটোয়ারী, উপজেলা যুবলীগের আহবায়ক শাহজালাল মজুমদার, ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক হেলাল, একরামুল হক, সৈয়দ আহাম্মদ খোকন, কাজী জাফর, ভিপি মাহবুব হোসেন মজুমদার, জয়নাল আবেদীন খোরশেদ, মাহফুজ আলম, জাফর ইকবাল, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শহিদুল হক শাহীন, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেল, চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রলীগের আহবায়ক তৌফিকুল ইসলাম সবুজ, সহ সকল যুগ্ম আহবায়ক ও বিভিন্ন পর্যায়ের আ’লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
No comments:
Post a Comment