![]() |
একুশে মিডিয়া, চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম নগরীর ৭নং পশ্চিম ষোলশহর ও ১৯নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডের প্রান্তিক জনগোষ্ঠী,নারী ও শিশুদের জীবনমান উন্নয়নে বেসরকারি সংস্থা ইপসা কাজ শুরু করতে যাচ্ছে।এ প্রকল্প বাস্তবায়নে সহায়তাকারী সংস্থা হিসেবে কাজ করবে সেভ দ্য চিলড্রেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সার্বিক ব্যবস্থাপনায় ৫ বছরে ১০টি ওয়ার্ডে এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে। প্রকল্পের আওতায় ২০১৮-১৯ অর্থ বছরে দুইটি ওয়ার্ড এলাকার দুর্যোগ মোকাবেলা এবং দুর্যোগ পরবর্তী করণীয় নির্ধারণসহ নারী শিশুর জীবনমান উন্নয়নে কাজ শুরু করা হবে। এই প্রকল্পের আওতায় ১০টি ওয়ার্ডের ২০টি স্কুল ও ৫০টি বস্তি এলাকার উন্নয়ন করা হবে।
No comments:
Post a Comment