মুক্তাগাছায় শিক্ষার্থীদের জন্য আসমানীর বিনামূল্যে স্বাস্থ্য সেবা-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday, 2 October 2018

মুক্তাগাছায় শিক্ষার্থীদের জন্য আসমানীর বিনামূল্যে স্বাস্থ্য সেবা-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, শফিউর রহমান সেলিম, ময়মনসিংহ প্রতিনিধি:
মুক্তাগাছায় হয়ে গেলো শিক্ষার্থীদের জন্য আসমানীর বিনামূল্যে স্বাস্থ্য সেবা। গত ২৯ সেপ্টেম্বর ২০১৮ ইং (শনিবার) তারিখে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার ৪০ নং বাশাটি চরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে “আসমানী ডেভেলপমেন্ট সোসাইটি” (এডিএস) এনজিও’র উদ্যোগে “বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্য সেবা” কার্যক্রম বাস্তবায়িত হয়। ২জন পুরুষ ও ২জন মহিলা চিকিৎসকের মাধ্যমে বিদ্যালয়ের ৭৩ জন বালক এবং ৮০ জন বালিকাকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়। মূলত প্রাথমিক বিদ্যালয় ভিত্তিক মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে শিশুদের স্বাস্থ্য সেবা সম্বন্ধে সচেতন করার পাশাপাশি চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে “আসমানী ডেভেলপমেন্ট সোসাইটি” (এডিএস) এ ধরনের ক্যাম্পেইনের আয়োজন করে থাকে। স্বাস্থ্য সেবা কার্যক্রম প্রসংগে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরোজা খাতুন ও সহঃ শিক্ষক খায়রুল আলম যৌথভাবে অভিমত প্রকাশ করে বলেন, বিদ্যালয়ের আধিকাংশ শিশুর পরিবার দারিদ্র সীমার নিচে বসবাস করে তাই তারা আর্থিক সংকট ও অসচেতনতার কারনে যথাযথ চিকিৎসা সেবা গ্রহন থেকে বঞ্চিত হয়, এই অঞ্চলের শিশুদের আর্থসামাজিক অবস্থাকে বিবেচনায় এনে আসমানী ডেভেলপমেন্ট সোসাইটির এই ধরনের উদ্যোগ প্রশংসার দাবিদার। স্বাস্থ্য সেবা কার্যক্রম প্রসংগে এডিএস এনজিও’র কর্মসূচী সমন্বয়কারী শেখ.মো: ওবায়দুর রহমান বলেন, আসমানী ডেভেলপমেন্ট সোসাইটি বিশ্বাস করে-একটি সমৃদ্ধ সমাজ বিনির্মানের জন্য প্রয়োজন একটি মেধাবী জাতির। শিশুরা এই সমাজের প্রাণ, কেননা কয়েক বছর পরেই তারা সমগ্র জাতিকে নেতৃত্ব দেবে। শিশুরা রোগমুক্ত ভাবে বেঁচে থাকবে ও বেড়ে উঠবে এবং সর্বোপরি একটি মেধাবী জাতিতে রুপান্তরিত হয়ে আমাদের এই দেশকে আরো সামনে এগিয়ে নিয়ে যাবে-এই ধরনের পরিকল্পনা থেকেই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য সেবা কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। একুশে মিডিয়া।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages