![]() |
একুশে মিডিয়া, কুতুবদিয়া (কক্সবাজার) রিপোর্ট:
কক্সবাজার কুতুবদিয়া উপজেলায় ২ অক্টোবর (মঙ্গলবার) উপজেলার ৫৯টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ইপসা এনজিওর উদ্যোগে দাতা সংস্থা ইউএসডিএ,বিশ্ব খাদ্য কর্মসূচী,রোম টু রিট এর আর্থিক সহযোগিতায় স্কুল লাইব্রেরী স্থাপন করা হয়েছে। প্রতিটি লাইব্রেরীতে গল্প,কবিতা,কৌতুক এর প্রায় ১২৩ প্রকারের বই সরবরাহ দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। আজ সকাল ১০টায় নজর আলী মাতবর পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিক ভাবে লাইব্রেরী স্থাপন উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন,প্রধান শিক্ষক জালাল আহম্মদ,সহকারী প্রধান শিক্ষক মাহাবুব আলম,সিএইচসিপি মুহাম্মদ রাসেল,ইপসা কর্মকর্তা মাহামুদ বেলাল,রোম টু রিট এর প্রতিনিধি নুরুল ইসলাম,শিক্ষক জসিম উদ্দিন,শিকি্ষিা জিনুক,অভিভাবক প্রতিনিধি,ডাঃমুহাম্মদ ইলিয়াছ,তসলিমা খানম,মোঃ-শাহাজাহান প্রমুখ।





No comments:
Post a Comment