দোহারে মাদকসহ দুই মাদকব্যবসায়ী আটক-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 31 October 2018

দোহারে মাদকসহ দুই মাদকব্যবসায়ী আটক-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, মোঃ জাকির হোসেন, দোহার (নবাবগঞ্জ) প্রতিনিধি:
ঢাকার দোহারে হুসাইন মোঃ এরশাদ (২৪) ও মোঃ ইমরান (২২) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃত দুই মাদক ব্যবসায়ীর সাথে থাকা ১০৩৫ পুড়িয়া হিরোইন উদ্ধার করেছে পুলিশ। এরশাদ ও ইমরান দোহার উপজেলার  লটাখোা এলাকার মোঃ আক্কেল বেপারীর ছেলে। স্থানীয সূত্রে জানা যায়, মঙ্গরবার সন্ধ্যায় দোহার থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেনের নেতৃত্বে এসআই মো: হামিদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ  উপজেলার পশ্চিম লটাখোলা কবিরাজ বাড়ির সামনে পাকা রাস্তার পাশে অভিযান পরিচালনা করে হোসাইন মোহাম্মদ এরশাদ ও মোঃ ইমরান নামে দুই যুবককে আটক করে। আটককৃতদের দেহ তল্লাশি করে ১০৩৫ পুড়িয়া হেরোইন উদ্ধার করে পুলিশ। দোহার থানার ওসি সাজ্জাদ হোসেন বলে, আসামীদ্বয়ের বিরুদ্ধে দোহার থানায় মাদক দ্রব্য আইনের মামলা রুজু শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages