হাটে মাঠে ঘাটে পথেৱ বাঁকে নৌকা মার্কায় ভোট চাইলেন জয়পুরহাট-১ আসনের সাংসদ-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 28 October 2018

হাটে মাঠে ঘাটে পথেৱ বাঁকে নৌকা মার্কায় ভোট চাইলেন জয়পুরহাট-১ আসনের সাংসদ-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, গোলাম রাব্বী  জেলা প্রতিনিধি:
জয়পুরহাট-১ আসনের সাংসদ ও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এ্যাডভোকেট সামছুল আলম দুদু  রবিবার সকাল থেকে জয়পুরহাট  জেলার পাঁচবিবি উপজেলার বিভিন্ন এলাকায় সরকারে উন্নয়ন মুলক কাজের উদ্বোধনে দলীয় নেতাকর্মিদের সঙ্গে নিয়ে যাওয়ার সময় হাটে ,মাঠে, ঘাটে  রাস্তার পাশে চা এৱ দোকান সহ যেখানে লোকের সমাগম বেশি  সেখানেই দাঁড়িয়ে সরকারেৱ উন্যায়নেৱ কথা বলেন  আগামীতে আৱ ও কি কি উন্যায়ন পরিকল্পনা আছে বলেন, এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকা মার্কায় ভোট চান।

জয়পুরহাট পাঁচবিবি পল্লী বিদ্যুৎ অফিসের এজিএম মোঃ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে কাটঁলা,  বটতলী ও ভাড়াহুত গ্রামে বিদ্যুৎ উদ্বোধনী এক আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু বক্কর  সিদ্দিক মন্ডল, পাঁচবিবি পল্লীবিদ্যুৎ এলাকা পরিচালক মোঃ খলিলুর রহমান, স্থানীয় ইউনিয়ন আঃলীগ সাধাৱন  সম্পাদক তৌহিদ চৌধরী সহ আৱও স্হানীয় আওয়ামীলীগের অন্যানৱা।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages