![]() |
একুশে মিডিয়া, এম ডি হাফিজুর রহমান (চলনবিল প্রতিনিধি):
সিরাজগঞ্জের সলঙ্গায় খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশনের উদ্যোগে আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে সিরাজগঞ্জ জেলার ৯৭ টি শিক্ষা প্রতিষ্ঠানের জে এস সি ও জে ডি সি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৬২৭ জন এবং ৮ম ও ১০ম শ্রেণির ৩৫১ জন মেধাবী ছাত্র/ছাত্রীদের মাঝে বৃত্তি ও সম্মাননা সনদ প্রদান করা হয়েছে।
রবিবার (২৮অক্টোবর ১৮ইং) বেলা ১১টার দিকে সিরাজগঞ্জের সলঙ্গা থানার সদর ইসলামিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছাত্র/ছাত্রীদের মাঝে বৃত্তি ও সম্মাননা সনদ তুলে দেন খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশনের চেয়ারম্যান খাজা টিপু সুলতান।
সম্মানিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, রায়গঞ্জ উপজেলার নির্বাহী অফিসার মৌসুমী মাহবুব, জেলা শিক্ষা অফিসার শফি উল্লাহ, সলঙ্গা ইসলামিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়য়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ রায়হান গফুর, সলঙ্গা থানার অফিসার (ইনচার্জ) জাহাঙ্গীর জান্নাত তাজুল হুদা, সলঙ্গা ইসলামিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন, কে এম আর এফ-এর অতিরিক্ত সচিব মোঃ শামছুল আলম।
উক্ত ফাউন্ডেশনের সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, সেক্রেটারী আলহাজ জোবায়ের হোসেন, কোষাধ্যক্ষ সোহেল হোসেন ইবনে বতুতা, বৃহত্তর কুমিল্লা অঞ্চলের প্রধান সমম্বয়কারী প্রকৌশলী খুরশিদ আহম্মদ, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের প্রধান সমন্বয়কারী মোহাম্মদ আলী, বৃহত্তর উত্তর অঞ্চলের প্রধান সমন্বয়কারী আনসার আলী খান জয়, বৃহত্তর সিলেট অঞ্চলের প্রধান সমন্বয়কারী আরমান খান, বৃহত্তর ঢাকা অঞ্চলের প্রধান সমন্বয়কারী মেজবাউল আলম রিপন, প্রচার মিশন প্রধান প্রফেসর গিয়াস উদ্দীন প্রমুখ।,
খাজা মোজাম্মেল হক ফাউন্ডেশন এর অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজার হাজার মেধাবী শিক্ষার্থী, শিক্ষক/শিক্ষিকা, অভিভাবক, আমন্ত্রিত অতিথি, প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়ার সাংবাদিক এবং বিভিন্ন স্তরের সম্মানিত ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। কোমলমতি ছাত্র/ছাত্রীদের অংশ গ্রহনে নানাবিধ বুদ্ধি বৃত্তিক খেলার সমন্বয়ে "মেধায় মাতি" পর্বটি ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষন ছিল। সঙ্গীত ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের মাধ্যমে উক্ত অনুষ্ঠানের ইতি টানা হয়।
No comments:
Post a Comment