![]() |
একুশে মিডিয়া, বিনোদন রিপোর্ট:
রাজধানীর বাংলা একাডেমি চত্বরে আগামী বৃহস্পতিবার (৮ নভেম্বর) থেকে শুরু হচ্ছে সাহিত্য উৎসব ‘ঢাকা লিট ফেস্ট’। তিন দিনব্যাপী এই আয়োজন শেষ হবে আগামী ১০ নভেম্বর।
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এই আয়োজনের উদ্বোধন করবেন। বৃহস্পতিবার সকাল ১০টায় এই অনুষ্ঠানের পর্দা উম্মোচন করবেন তিনি।
এটি সর্ব সাধারণের জন্য উন্মুক্ত থাকবে। যে কেউ চাইলে এতে অংশগ্রহণ করতে পারবেন। তবে এর জন্য তাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন চলছে এই ঠিকানায় https://www.dhakalitfest.com/register/। উৎসবের শেষদিন পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে।
এবারের আয়োজনে অংশ নিতে ঢাকায় আসছেন বলিউড অভিনেত্রী মনীষা কৈরালা, বাঙালি বংশোদ্ভূত বলিউডের অভিনেত্রী ও পরিচালক নন্দিতা দাস ও ব্রিটিশ অভিনেত্রী টিলডা সুইনটন। সাহিত্য উৎসবে ভিন্ন ভিন্ন অধিবেশনে বক্তব্য দেবেন তারা।
বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনের এ
ধিবেশনে তার সঙ্গে আরও থাকবেন বলিউড অভিনেত্রী, পরিচালক নন্দিতা দাস ও অন্যতম উৎসব পরিচালক সাদাফ সাজ।
উৎসবের দ্বিতীয় দিন বেলা দুইটায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে থাকবে অস্কার, বাফটা ও গোল্ডেন গ্লোবজয়ী অভিনেত্রী টিলডা সুইনটনের অধিবেশন ‘রিডিং’। গত বছরও এই উৎসবে এসেছিলেন এই ব্রিটিশ অভিনেত্রী। একুশে মিডিয়া।
No comments:
Post a Comment